আমাদের কথা খুঁজে নিন

   

এমন ভাবেই খুলে যাচ্ছে

আহসান জামান

এমন ভাবেই খুলে যাচ্ছে হাত থেকে হাতের বাঁধন, নাকের নলক, পায়ের মল হৃদপিন্ডের দোলক থেমেই, মুহূর্তেই উধাও; অন্য কোথাও! এমন ভাবেই খুলে যাচ্ছে মিথ্যেগুলো সত্য থেকে, চোখের লজ্জ্বা, লোভের ভিতর উথলে উঠছে ক্ষোভের আগুন। এমন ভাবেই খুলে যাচ্ছে হরহামেশা রাখববোয়াল ধরা পড়ছে, কথার কলে ছাড়া পড়ছে হাযতখুণী, মধ্যরাতে মাতাল বসে রোদ পোহাচ্ছে। এমন ভাবেই খুলে যাচ্ছে বনের সবুজ সজীব থেকে, অম্লজানের ঘাটতি টেনে জনস্বাস্থ্য, গণমাধ্যম, শিক্ষানীতি দুর্সাহসের পাঠ্যলিপি। এমন ভাবেই খুলে যাচ্ছে অনেক কিছুই; চোখের ভিতর, মনের ভিতর উথাল-পাতাল ঝড়ের ভিতর, চৈত্রপোঁড়া চিতার আগুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।