নতুন দল মানে হলো পুরান মদ নতুন বোতলে ঢেলে খাওয়া। গরিবের জন্য তেনা জোটে কোথা থেকে যারা সে খবর রাখে না তাদের আবার নেতা হওয়ার খায়েশ। একদল তস্করের জায়গায় আরএকদল পুরানো দাগওয়ালা ডাকাতদল ক্ষমতা দখল করতে চাইছে। এদের নাম দেখেইত এদের ভোট দেওয়ার ইচ্ছেটা তিরোহিত হয়ে গেছে। সুযোগ ও ছলনা করে কখনও নেতা হওয়া যায় না।
একজন অশিক্ষিত লোকের কাছে যিনি নির্বাচনে হেরে যান তিনি কি করে নেতা হতে চান? সরকারর ভয়ে যে সব নেতারা শেখ হাছিনাকে ছোট করার চেষ্টা করতে চায় তারা কাপুরুষ,শক্তিহীন,ধর্মহীন দুংখী।
এক বালতি তেতো পদার্থে অল্প কিছুসংখক মাছি বসবে এর চেয়ে বেশি মাছি বসবে এক ফোটা মধুর উপর। শেখ হাছিনার ডাকে লক্ষ্য লক্ষ্য কর্মী বের হয়ে আসবে যা অন্য কাউর পক্ষ্যে সম্ভব না। জোর করে শেখ হাছিনাকে দুর্নীতিবাজ হিসাবে দেখাতে চাচ্ছে সরকার যা খুবই দুংখজনক।........ চলবে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।