নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .
কেউ ছ্যাকা খেয়ে একা হয়েছে কিংবা কেউ একা থেকে ছ্যাকা খাওয়ার সুযোগ হয়নি সে সমীকরণের দিকে পা বাড়াব না। তবে যাই বলিনা কেন একা is better than ছ্যাকা কারণ অনুসন্ধান করতে গেলে বহু পথ যেতে হবে, সে পথে নাই বা গেলাম। কিন্তু যখন বলি একা is better than ছ্যাকা তখনই প্যাচ টা লেগে যায়। এত কিছু থাকতে ছ্যাকার সাথে তুলনা। তাও এমন একটি বিষয় কেউবা ছ্যাকা দিয়ে সুখ পায় আর কেউ ছ্যাকা খেয়ে কষ্ট পায়। সুখ-দু:খের এ খেলা চিরন্তন, একে অগ্রাহ্য করার কোন উপায়ন্তরও নাই।
যদি কোন শব্দের বিপরীতটি অনুসন্ধান করতে বলা হয়, তাহলে ভালবাসার বিপরীত অর্থটি বোধ হয় এই ”ছ্যাকা” শব্দটিই প্রথম স্থান দখল করবে। তাই যদি কষ্ট করে ভালই বাসতে হয় আবার সে ভালবাসাতে কষ্টও পেতে হয় তার চেয়ে একা থাকাটাই শ্রেয়।
তাই বলি একা থাকুন একা থাকতে দিন, কারণ একা is better than
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।