আমাদের কথা খুঁজে নিন

   

কান নিয়েছে চিলে তাই ছুটছি সবাই মিলে

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

১. দেশে কোন ভালো সদানন্দ পাওয়া যাচ্ছিল না । বাবুরাম সাপুড়ের সেই সাপের মতন সদানন্দ । যেই সাপ হাটেনা , ছোটে নাকো কাটেনা .... এমন সাপ তাহলে সেই সাপকে তেড়ে মেড়ে ঠাণ্ডা করা যাবে এমন টাইপ সদানন্দ।

সদানন্দকে চিনলেন না ... আরে সদানন্দ বললে তো চিনবেন না । আসলে এখন তাকে সবাই চেনে নন্দ ঘোষ নামে । চিনতে পেরেছেন ?? হ্যা হ্যা ...সেই যত দোষ সেই নন্দ ঘোষ । তবে সুখের কথা হলো নন্দ ঘোষকে পাওয়া গেছে । ২. সকালে ঘুম থেকে উঠেই আপনি যে প্রথম আলো দেখবেন আর চিনে যাবেন নন্দ ঘোষদের ।

দেশে যখন হাজার হাজার কোটি টাকার নিচে কোন দুর্নীতি নাই সেই ইনফোটেক যুগে বাস করেও এসব সদানন্দরা মাত্র ১ কোটি -২ কোটি টাকা চাদা নেয় । ছি ছি ছি কি নীচ! ছোটলোক !! হীনমানসিকতার !!! আমারও বলতে লজ্জা লাগে ...... এসব ফকিরনীর কথা । দেশের বারোটা বাজিয়ে ফেললো এরা । অথচ এদের সংগীসাথীরা কত ভালো !! শুধুমাত্র আদবকায়দা জানত বললে এতদিন এসব নিরবে সহ্য করে এসেছে । তারা কখনই এসব নোংরা কালো টাকায় হাত লাগাননি ।

কিন্তু এখন সময় এসেছে দেশকে উন্নত সমৃদ্ধশীল প্রায় আমরিকার মতন রাষ্ট্র বানানোর । তাই আর কথা নয় এসব নন্দদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে । সো হটাও দুই নন্দ করো আনন্দ । । ৩. এখন সময় জনগনের ।

সো কোন ধুনফুন চলবেনা । চালের দাম একটু বেড়েছে । নো টেনশন ! তেলের দাম অনেক বেড়েছে । নো টেনশন ! বিদ্যুৎ বিভ্রাট - আগের মতই । নো টেনশন ! পার্থক্য শুধু এতটুকুই ।

আগে গালি দিতে পারতেন এখন গালি দেয়া যায় না । ১৫ বছরের অর্জিত অভ্যাস ! এক ধাক্কায় স্টপ । শুধু অপেক্ষা ---- আর ক'দিন । তারপর সব ফকফকা । কি বাতি !!??!! সেই আগের বাতিই শুধু নতুন বোতলে ।

তাহলে ??? সেই দুই নন্দ নাই । আমরা আবার বাহবা দেই । হাততালি দিয় উঠি । অতি উৎসাহীরা শীষ দিয়ে উঠে । ।

কিন্তু আমরা জানি যেই লাউ সেই কদুই । তাহলে ??? ৪. এখন সময় জনগনের । তবে এতদিন কার ছিল?? সেই রাজনীতিবিদ নামক নন্দদের ??? তবে সব দোষের ভাগ কেন সবার নয় ??? যদি রাজনীতিবিদদের সব দোষ হয় তাহলে আমরা??? হতে পারে -- এতদিন সবার জানার অধিকার মানুষের ছিল না । তাহলে তো এখন আছে !! যদি থাকে তাহলে কয়েকটি প্রশ্ন । এইসব নন্দরা কতখানি খারাপ , তারা কি যুদ্ধাপরাধীদের চেয়ে খারাপ ?? তারা কি ফারুক-ডালিম-মহিউদ্দিন গংদের চেয়েও খারাপ?? হতে পারে ।

তাদের দেশের বাইরে পাঠালেই সব ঠিক হবে?? এদের দুর্নীতির যে অভিযোগ তার অংক এত সামান্য কেন ? তাদের সংখ্যা এত কম কেন ? মাত্র গুটিকয়েক মানূষ ই কি শুধু দুর্নীতিবাজ ? অন্যপেশার মানুষ ? বিশেষ করে সাবেক এবং অবরা ?? সত্যি সেলুকাস !!! ৫. নাকি চিত্রনাট্য তৈরী হয় এভাবে --- জনৈক সাঃসম্পাদক - অর্থ তো কথা শোনেনা । । সম্পাদক-ভালো করে চেষ্টা করেন । ওনাকে দরকার । সাঃসম্পাদক- মনে হয় লাভ হবেনা ।

সম্পাদক- তাহলে আর কি ?? একটা নিউজ করি । সাঃসম্পাদক-- জি জি । তাহলে কাজ হতে পারে । আর একটা ড্রেস রিহাসিল । বেশি না দুটো ভ্যান ।

সম্পাদক- ওটা নিউজ হলেই হয়ে যাবে । সাঃসম্পাদক-থ্যাকস । কিন্তু আমার কিন্তু ভয় করছে । সম্পাদক- ভাবেন না এখন তিনটা প্লান আছে । ৫ বছরের পিরিপারেশন একটা না একটা কাজে লাগবেই ।

৬৯. যা হা ৬ তাহাই ৯ । কি বলেন !!??!! আরা দেখারাম দেখে যাব । সকালের প্রথম আলো বলবে পাবলিক তালিয়া বাজাও আমরা তালি দেব । আবার বলবে এবার থামো আমরা থামব । নন্দ পাওয়া গেছে আমরা বলব হ্যা ।

না বললে না । আমরা যে জীবনোত্তর চক্ষু-বিবেক-বুদ্ধি দান করে দিয়ছি । তাই আর কষ্ট করে দেখতে-শুনতে কিংবা বুঝতে হয়না । আবার শুধু তালি দেব নইলে গালি । কাকে ?? সে তো ওরা বলে দবে ।

তাই নো টেনশন । কান নিয়েছে চিলে তাই ছুটছি সবাই মিলে ......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।