হেথায় কিছু লিখব বলে চায় যে আমার মন, নাই বা লেখার থাকল প্রয়োজন!
সাধারণভাবে কোন ফোল্ডারকে লুকিয়ে রাখতে হলে আমরা ফোল্ডারটির প্রপার্টিজে গিয়ে Attributes থেকে সেটাকে Hidden করে এরপর Tools > Folder Options > View থেকে Do Not Show Hidden Files And Folders অপশন বাটনে ক্লিক করে ফোল্ডারটিকে লুকিয়ে রাখি। কিন্তু এ পদ্ধতিটি প্রায় সবাই জানে বলে যে কেউই Tools > Folder Options > View থেকে Show Hidden Files And Folders অপশন বাটনে ক্লিক করে লুকিয়ে রাখা সকল ফোল্ডার দেখে ফেলতে পারে।
কিন্তু যদি এমন হয় যে, কোন পদ্ধতি অনুসরণ করে Tools মেনু থেকে Folder Options সাবমেনুটাই গায়েব করে দেওয়া যায়, তাহলে কেউ আর লুকিয়ে রাখা ফোল্ডারগুলো দেখে ফেলতে পারবে না। রেজিস্ট্রি এডিট থেকে খুব সহজেই এ কাজটি করা যায়। বিস্তারিত জানতে দেখুন জুয়েল ভাইয়ের এই পোস্টটি - Click This Link
পদ্ধতিটা বেশ কার্যকরী, এতে কোন সন্দেহ নেই।
কিন্তু প্রতিবার এভাবে রেজিস্ট্রিতে গিয়ে ফোল্ডার অপশন হিডেন এবং আনহিডেন করাটা বেশ ঝামেলার ব্যাপার। তাও যদি এটা সাথে সাথে কাজ করত, তাহলে না হয় একটা কথা ছিল। কিন্তু কম্পিউটার রিস্টার্ট না করলে এটা কাজ করে না। আবার কিছু কিছু পিসিতে (উদাহরণ স্বরুপ আমার নিজের পিসিতেই!) এই পদ্ধতি ব্যবহার করে একবার ফোল্ডার অপশন হিডেন করলে তা চিরস্থায়ীভাবে হিডেন হয়ে থাকে।
এসব সমস্যার কথা চিন্তা করেই আমি বিকল্প ফোল্ডার গোপনীয়তা নামে একটা টুল তৈরি করেছি, যার মাধ্যমে খুব সহজেই ফোল্ডার অপশন এবং লুকিয়ে রাখা ফাইল/ফোল্ডার হিডেন/আনহিডেন করা যায়।
কাজেই আপনার কম্পিউটারে যদি ভাইরাসের কারণে অথবা একবার ফোল্ডার অপশন লুকিয়ে ফেলার কারণে ফোল্ডার অপশনটি চিরস্থায়ীভাবে গায়েব হয়ে যায়, তাহলেও কোন সমস্যা হবে না। এই টুলটির মাধ্যমে আপনি মাত্র একটি ক্লিকের মাধ্যমেই লুকিয়ে রাখা ফাইল/ফোল্ডার হিডেন বা আনহিডেন করতে পারবেন। অর্থাত্ টুলটি বিকল্প ফোল্ডার অপশন হিসেবে কাজ করবে।
আমি আসলে প্রোগ্রামার নই। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমার জ্ঞান এস.এস.সির মোস্তফা জব্বারের আর এইচ.এস.সির মুজিবর রহমানের কম্পিউটার সায়েন্স বই, তাদের সংশ্লিষ্ট পাঞ্জেরী গাইড আর গত একমাস ধরে ইন্টারনেটের কিছু কিছু ওয়েব সাইটের ভিজুয়্যাল বেসিকের টিউটোরিয়াল গুলো।
এই ক্ষুদ্র জ্ঞান নিয়ে তৈরি কোন প্রোগ্রামে কোন বাগ থাকবে না, এটা আশা করা একেবারেই বোকামি। কাজেই আপনারা যারা ভিজুয়্যাল বেসিক সম্পর্কে ভালো জানেন, আশা করছি তারা কিভাবে এই টুলটিকে আরো উন্নত করা যায় বা আরো ভালো কোন টুল তৈরি করা যায়, সে ব্যাপারে পরামর্শ দিবেন।
টুলটির ইন্টাফেস মূলত বাংলা ভাষায় ডিজাইন করা হয়েছে। আপনার কম্পিউটারে যদি বৈশাখী ফন্টটি ইনস্টল করা থাকে, তবে এই টুলটির লেখাগুলো আপনি বাংলা ভাষাতেই দেখতে পারবেন। অন্যথায় সেগুলো ইংরেজিতে প্রদর্শিত হবে।
টুলটিকে বাংলা ভাষায় তৈরি করতে গিয়ে Ok, About, Exit প্রভৃতি প্রচলিত শব্দগুলোর উপযুক্ত বাংলা প্রতিশব্দ কি হবে সেটা নিয়ে বেশ চিন্তায় পড়ে গিয়েছিলাম। শেষ পর্যন্ত নিজের পছন্দ অনুযায়ী কিছু প্রতিশব্দ ব্যবহার করেছি। আশা করছি আপনারা আরো সুন্দর সুন্দর প্রতিশব্দ আমার সাথে শেয়ার করতে পারবেন।
ভিজুয়্যাল বেসিকের সাহায্যে তৈরি এ টুলটির সাইজ মাত্র 76 KB. তবে এটিকে কম্প্রেস করে ZIP ফরম্যাটে আপলোড করা হয়েছে, যার সাইজ মাত্র 22.6 KB. কাজেই আশা করছি কেউ এটি ডাউনলোড করতে আলসেমি করবেন না। এটি ডাউনলোড করতে পারবেন এই লিঙ্ক থেকে -
Click This Link
আর হ্যা, এর পাসওয়ার্ড দুটি হল যথাক্রমে toha_mh এবং mozammel_hosain_toha
ভালো কথা, কেউ কি এমন কোন ওয়েব সাইটের সন্ধান জানেন, যেখানে আপলোড করে রাখা ফাইলগুলো কত কতবার ডাউনলোড করা হয়েছে সেটা জানা যায় এবং ডাউনলোডকারীরা সাইন ইন করা ছাড়াই সেখানে মন্তব্য করতে পারে? আপনাদের মন্তব্যের অপেক্ষায় রইলাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।