আমাদের কথা খুঁজে নিন

   

আমি,বিপুলের প্রদর্শনী এবঙ ভ্যালেরি



২১ জুন ছিল বন্ধু বিপুল শাহের একক প্রদর্শনী। উত্তরার 'কায়া' গ্যালারিতে। সন্ধ্যা সাড়ে ছটায়। আমি গুলশান থেকে প্রচন্ড জ্যাম পেরিয়ে যখন পৌঁছলাম- তখন রাত প্রায় আটটা। সবাই বাইরে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে।

আমাকে দেখে হৈ হৈ করে উঠলো রাশেদ, সালেহ, শাওন তিন, তুহিন, গিয়াস, জুয়েল, সাব্বিরসহ অনেকেই। এমনিতেই মেজাজ খারাপ। তবু ভেতরের দিকে পা বাড়ালাম। প্রথম, দ্বিতীয় রুম পার হয়ে তৃতীয় রুমে গিয়ে মনটা অসম্ভব ভালো হয়ে গেল। একজন হ্যাংলা-পাতলা সাদাসিদে বিদেশী মহিলার সাথে চুটিয়ে আড্ডা দিচ্ছেন শম্পা রেজা।

প্রদর্শনীর ছবি সম্পর্কে তার এটা সেটা প্রশ্নের উত্তর দিচ্ছেন। আমি অপলক তাকিয়ে থাকি মহিলার দিকে... আস্তে তার কাছে যেয়ে নিজের নাম বলে তাঁকে হ্যালো বলি। তিনি বিনীতভাবে তাঁর নাম বলেন। টুকটাক কথা হয়। আমি কথা খুঁজে পাইনা।

শ্রদ্ধা আর ভালোবাসায় নত হই আমি। সুমি আপা (প্রথম আলোর সুমনা শারমীন) এসে গল্প জুড়ে দেন। পালিয়ে বাঁচি আমি। বাইরে এসে সিগারেট পোড়াই। খুব মনে পড়ে জেবতিক আরিফ কে।

ফোন করতে যাবো, সাব্বির না করে। আরিফ নাকি রওয়ানা হয়েও ফিরে গেছে-জ্যামের কারনে। প্রিয় ভ্যালেরি, আমাদের ভ্যালেরি- অনেক শ্রদ্ধা আর ভালোবাসা আপনার জন্য। আপনার মঙগল হোক। আমার কৈফিয়ত: আমাদের একটি টিভি স্টেশন হচ্ছে।

তা নিয়ে ভীষন ব্যস্ত আমি। গত ৭/৮ দিন কম্পিউটারের সামনে বসতে পারিনি। আর সে জন্যই এত দেরিতে তথ্যটা দেয়া...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।