যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
তোমার সন্বন্ধে যারা যে সব মন্তব্য করেছে সেগুলোকে স্রেফ একজন ইনডিভিজুয়ালের নিজস্ব অভিমত হিসাবে ধরে নিতে হবে। এটা সব নয়, এটাই শেষ নয়। আমরা বিভিন্নভাবে বিভিন্ন মানুষের সাথে পরিচিত। সবাই একই ধারণা পোষন করে না, সবার কাছে একই প্রতিচ্ছবি তুলে ধরাও সম্ভব নয়। যাদের স্বাধীন মতামত ব্যক্ত করা তোমাকে আহত করেছে, প্রকারন্তরে তারা তোমাকে সেই একই অধিকার দিয়ে দেয়, তাদের আহত করার মত মতামত তোমার প্রকাশ করতে।
তুমি আহত হয়েছো এই ধারণাটা তোমার মধ্যে আসতে পারে না, কারণ সেটা হচ্ছে অন্যের অভিমতের প্রতি অশ্রদ্ধা প্রকাশ। আপাতত এভাবেই ভাবো।
এই দ্যাখো, আমি জানি তুমি একটা অত্যন্ত চমৎকার মেয়ে। অত্যন্ত বুদ্ধিদৃপ্ত, নিজেকে ফিরিয়ে নিয়ে আসতে পারো ধ্বংষ থেকে, মৃত্যু থেকে। তুমি সহজভাবে মিশতে পারো, সহজভাবে লিখতে পারো।
বাস্তবতা আর স্বপ্নের অদ্ভুত সমন্বয় করতে পারো। হারাতে পারো তার মাঝে তৈরী এক অদ্ভুত স্বপ্নময়তায়। তোমার কিছু ন্যাচারাল ইন্সটিংকট আছে, যা তুখোড় পন্ডিতদের হতবিহবল করে দিতে পারে। তুমি একজন স্বতন্ত্র ব্যক্তিত্ব, তুখোড় লেখক, ভাল মানুষ।
যে সমস্ত ব্যক্তিগত বিষয়ে তুমি দৃষ্টি দিতে পছন্দ করো না, সে সমস্ত বিষয়ে যে অন্য কেউ নাক গলাবে না - সেটা ভাবা ঠিক হচ্ছে না।
মানুষের সাথে ইন্টারএ্যাকশন একধরণের অলিখিত অধিকার তৈরী করে, অবচেতনে কিছুটা শেয়ার হয়েই যায়। সেজন্য তুমি আরো তৈরী হতে শিখেছো অতীতে এবং বর্তমান ঘটনা সমারোহে এখনও নিজেকে আরো বিকশিত করতে পারবে। ইউ আর এ ফেব্যুলাস পারসন, এ গ্রেট ব্লগার!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।