ফেলে দেওয়া মাল, কেউ নেই ধারে কাছে, বাতাস এলে উড়ে সব তালগোল,এখনই ঠিক সময়,লুঠ তো করতেই হবে। হা হা হা...
চোখের তারায় কথা, তরিয়ে তরিয়ে দেখা, পুঁইশাকে লাল সাদা ছোপ আর পাকা আমে উৎকর্ষের বিন্দুগুলি সবুজ থাকে যে চিরতরে, এদিকে দেখুন মশাই। বুঝিনা- বুঝিনা-বুঝিনা, দুর; কালপুরুষ মশাই, মাঝে মাঝেই এটা করেন, এটা ভাল না, মর্ণিং ওয়াকের মত, ওয়াক থু, ফেলায়ে দেন। শালা এর চাইতে পাটি সাবডা ঢের ভাল,শিতল পাটির ঘুম অপেক্ষা তার ডিজাইন ভাল, ঘুম সর্বত্রই ভাল। পরিপাটি জামার চাইতে পরী ভাল আর রোজ পার্টি পেলে তো কোন কথাই নেই। অনেক টাকা বেঁচে যায়। টাকা হাতে থাকলে অনেক দিন বাঁচা যায়। আহ এর নাম বেঁচে থাকা, এইটা বোঝেন না মশাই?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।