জীবনের শুরুটা মৃত্যুরই নামান্তর। জিজ্ঞেস করি!!
আজ ২০ শে জুন আমাদের কেমিকেল আলী ভাইয়ের জন্মদিন!!! হুররে সবাই মিইল্যা আইজ কেক খামু এবং সাথে আরো কিছু, কেমিকেল আলী ভাই বলছে উনি সব বিল দিব, সো নো টেনশন।
তয় উনি আজ কত বছরে পাড়া দিল হেইডা কমু না। কইলে সমস্যা আছে। আমার অন্তরের অন্তরস্থল থেকে উনার জন্য দোয়া রইল।
পরবর্তী সময়গুলোতে উনার সাফল্য ও সুস্থতা কামনা করছি।
আপনারাও একে একে উনারে দোয়া দিয়া যান, আর কেক খাইয়া যান। আর বাকী যা কিছু আছে...... তা সবাই নিজ নিজ দ্বায়িত্বে বহন করুন। কেক ছাড়া আর কিছুর জন্য এই পোষ্টের লেখক দায়ী নয়।
কেমিকেল আলী ভাইয়ের জন্য একটা আগ্গুন কবিতা উপহার দিলাম।
আর আপনারা কি কি দিবেন জলদি কইরা দিয়া যান।
ভাল-বেসে সঁখি(চুরি করা টাইটেল)/অবরজ
বাপের সাথে বিড়ি টানা অনেক সাহস তাঁর
পড়ালেখায় ভাল পোলা কেমেষ্ট্রি'তে মার্ষ্টাস
বাংলা ছি:নেমা দেইখা দেইখা একদম গেছে বইখা
গান শোনে, বই পড়ে!! আর খালি আড্ডাবাজি করে।
কানাডায় আছে পোলা পড়ালেখায় চালু
আর ব্লগে আইসা শুধু আজাইরা সময় নষ্ট করে
উনার হাতের রান্না খাইয়া অনেকে বাহবা দিছে
পিছে পিছে উনারে ইচ্ছামত গালি দিছে।
শুভ হোক জন্মদিন এই দোয়া করি
আইজকার খানা দানা তাই এক্কেরে ফ্রি।
মনের মাঝে আছে কারো ভালবাসা পাইবার চিহৃ
তাই ব্লগের উপশিরোনাম দিছে একটু ভিন্ন।
* কবিতার নামের সাথে এই কবিতার মিল খুজবেন না
* কবিতায় যা লেখা আছে তা ভুল প্রমানিত হইলে কবির!! কোন দোষ দেয়া যাবে না।
সর্বশেষে আরো একবার জন্মদিনের শুভেচ্ছা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।