আমাদের কথা খুঁজে নিন

   

কবে হবে এর অবসান ?

বন্ধুর খোঁজে

বাংলাদেশ একটি নাম, একটি দেশ, একটি জনসংখ্যা বেষ্টিত অঞ্চল। আমরা বাংলাদেশী দেশকে কতনা ভালবাসী, তার পরও বিদেশ শুনতে, বলতে পাগল হই। একটি সুযোগের অপেক্ষায় যদি ইমিগ্রেন্ড মিলে যায়। কত ভাবে লোক দেশ থেকে চলে আসে বিদেশ নামের অজানা শহরে। তার পর এখানেই বাংলাদেশীদের বসবাস হয়ে যায়, কি জন্য শান্তি, নিরাপত্তা আর উপার্জন এর চাহিদা। আর এর পর একটা কথা থেকে যায় বাংলা মানুষ যেখানেই যাক, যত নামই হোক, কিছু সংখ্যক লোকের কারনে নিজের জাতির সাথে সাথে দেশের নামে বদনাম করে তুলে। এবং নিজেদের ভিতর দর কষাকষি করে। একজনের ভাল আরএক জন কেন দেখতে পারে না, তা আমি বুঝতে পারি না ? কবে হবে এই মন মানষিকতার পরিবর্তন, কবে ? কবে ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।