আমাদের কথা খুঁজে নিন

   

তাস এবং কিছু ব্যাখ্যা...



হুমায়ূন আহমেদ এর "মৃন্ময়ীর মন ভালো নেই " বইটা এক নিঃশ্বাসে পড়ে শেষ করে ফেললাম । ভালোই লাগলো, আসলে হুমায়ূন আহমেদ এর লেখা পড়তে আমার কখনোই খারাপ লাগেনা। তবু কাউকে কাউকে বলতে শুনি, ' তুমি এখনো হুমায়ূন আহমেদ এর বই পড়ো !' যাই হোক, বইটি পড়ে মজার কিছু তথ্য জানলাম, যা খেলোয়ারদের জানা দরকার বলে মনে করি - => তাস এর প্যাকেট এ চার ধরনের কার্ড থাকে - স্পেড, ক্লাভস, ডায়মন্ড এবং হার্ট। এ চার ধরন হচ্ছে চার ঋতুর প্রতীক - শীত, গ্রীষ্ম, শরৎ, হেমন্ত। => প্রতি গ্রুপে তাস আছে তেরোটা করে।

এই তেরো হলো লুনার (চাঁদ) সাইকেলের প্রতীক । বৎসরে লুনার সাইকেল আছে তেরোটা । => আবার তাসের নম্বরগুলি যোগ করলে যোগফল হয় ৩৬৫, একটা বৎসরে দিনের সংখ্যা হলো ৩৬৫। অর্থাৎ অতিরিক্ত একটি জোকারের মান ১ এবং গোলাম ১১, বিবি ১২, সাহেব ১৩ ধরে যদি যোগ করা হয় । আমি তাস খেলা পারিনা ।

কিন্তু এই ব্যাখ্যাগুলো সত্যি হলে সুন্দর হতো ... কেউ কি আমাকে নিশ্চিত করবে ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।