আমাদের কথা খুঁজে নিন

   

আলক্যমিষ্ট-পাওলো কোয়েলহো।। উতসর্গ...সাদিক।।



প্রথমে ব্লগে সাদিকের করা রিভিউ পড়ি বইটার। দেশে আসার সময় তার কথা মত বইটা সে নিয়ে এসছিল। সিংহপুর থেকে। যখন তার বইটা আমার হস্তগত হয় তখন আমি উনিশ শতকের গদ্যে বিভোর। গত বারে ট্যুরে যাবার সময় অনেক বইয়ের সাথে বইটাও নিয়ে যাই।

বইটা আমি ছাইরা বাথরুমে জলত্যগ করতে ও যেতে পারিনি। কোয়েলহোর ভাষার মধ্যে কি যেন আছে। কোয়েলহো ইশ্বরের মত লেখেন। ছোট এই বইটায় মনে হয় সে সৃষ্টির অনেক গুড় ব্যাখ্যই দিয়েছে। এই বইটি আসলে নিজেকে খুজে পাবার বই।

আন্দালুসিয়ার রাখাল বালকের মতই আমরা সবাই জানিনা। আসলে কি আমরা চাই। নিজেদের লক্ষ্যরে চিহিৃত করতে পারিনা আমরা। যারা পারি তাদের সহযোগিতা করার জন্য তাদের স্বপ্নকে পাইয়ে দেবার জন্য বস্তগ্রহে সাড়া পড়ে যায়। সান্তিয়াগোর এমারাল্ড বিজয়ের অভিযান আসলে প্রত্যক মানুষের স্বপ্ন বিজয়ের ইতিহাস।

আর সাহারা পরিভ্রমনের অভিজ্ঞতার কথা নাইবা বললাম। অসাধারণ এ গ্রন্থের জন্য সাদিকরে ধন্যবাদ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।