আমাদের কথা খুঁজে নিন

   

আজ রবিবার, তুই তো ঘুমাবিই!!

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

আজ কি বার ?? রোববার না!! প্লিজ কেউ কি বলবেন?? সকালে(মানে একটু আগে) ঘুম থেকে উঠেই দেখি একটা ভয়াবহ এসএমএস । আজ রবিবার, তুই তো ঘুমাব ই ।। তো এসএমএস কর্তাকে আমি সনাক্ত করতে পারছিনা তবে এই এসএমএস এর আগে তিনি আমাকে বেশ কয়েকটা মিসকল দিয়েছেন । ফুল কল ও হতে পারে । কেননা আমার ঘুমানোর সময় কেউ আমাকে ডিস্টার্ব করতে পারে না !! সে যাই হোক । ভাই আজকে কি বার ?? রবিবার হলে কি হয় ?? সেদিন সবাই ঘুমায় ??? প্লিজ একটু যদি.....................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।