শব্দদুষণমুক্ত অডিও রেকর্ডিংয়ের অগ্রদূত ও ডলবি ল্যাবরেটরিসের প্রতিষ্ঠাতা রে ডলবি গতকাল বৃহস্পতিবার সানফ্রান্সিসকোতে ৮০ বছর বয়সে মারা গেছেন। বিবিসির এক খবরে বলা হয়েছে, তিনি কয়েক বছর ধরে অ্যালঝেইমার রোগে ভুগছিলেন এবং গত বছর তিনি লিউকেমিয়ায় আক্রান্ত হয়েছিলেন।
শব্দ, ভিডিও, চলচ্চিত্রের কণ্ঠস্বর প্রযুক্তি, হোম থিয়েটার, পিসি, মোবাইল ফোন, গেম—সব ক্ষেত্রেই ডলবি প্রযুক্তির ছোঁয়া রয়েছে। সাউন্ড সিস্টেমের জগতের পথপ্রদর্শক হিসেবে বিবেচনা করা হয় ডলবির প্রতিষ্ঠাতা রে ডলবিকে।
ডলবি যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডের অরেগনে জন্মগ্রহণ করেন এবং সানফ্রান্সিসকোতে বড় হন। ছাত্রাবস্থায়ে তিনি ভিডিও রেকর্ডিংয়ের উন্নয়নে কাজ শুরু করেন। ১৯৬৫ সালে লন্ডনে তিনি ডলবি ল্যাবরেটরি প্রতিষ্ঠা করেন। ১৯৮৯ সালে চলচ্চিত্রে তার অবদানের জন্য অস্কার পান। ১৯৯৫ সালে তিনি গ্র্যামি এবং ১৯৮৯ ও ২০০৫ সালে এমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।