আমাদের কথা খুঁজে নিন

   

আমি সেই সৌভাগ্যবান নাগরিক দর্শক,পাহাড়ধ্বসে চাপা পড়িনি!!

http://www.myspace.com/423882880/music/songs/31785002

হাসিনা চট্টগ্রাম যাবেনই। সরকার বলেছে না। জমে উঠেছে খেলা, জমে উঠেছে রাজনীতি। আসলে রাজনীতিবিদদের কোনো ভাবেই তাদের গণমনধনতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি থেকে দূরে রাখা যাবে না। ঘরোয়া রাজনীতি বন্ধ তো কি হইছে? কতোধরনের রাজনীতি যে বাঙ্গালী জানে, সেটা খোদাও জানে কিনা সন্দেহ!! শেখ হাসিনার যাওয়া উচিত এবং তিনি যাবেন।

কেননা, উনাকে ত্বত্তাবধায়ক সরকার এর আগে স্বদেশ প্রত্যাবর্তনে বাধা দিতে পারে নি। এবারও পারবেন না। খালেদা জিয়াও যাবেন। কারণ, উনি দেশনেত্রী। দেশের জনগণ চায় খালেদা জিয়া ছেলের কষ্ট ভুলে জনগণের পাশে গিয়ে দাঁড়াক।

তার বাঘা বাঘা পুতপবিত্র নেতাগুলোকে ভুলে পাহাড়ের নিচে চাপা পড়া বাচ্চা শিশুটার পরিবারের পাশে গিয়ে দাঁড়াক। জনগণ শুধু চায় না, তারা স্বপ্ন দ্যাখে...তাদের প্রাণপ্রিয় নেত্রীদের। তারা আবার ক্ষমতায় আসবে...তাদের শানশওকত বাড়বে...তাদের গায়ের রং দুধে আলতায় ধবধবা হবে। জনগণ আসলে ভুলেই যাবে তাদের নেতাদের প্রশ্রয়ে দস্যুদের পাহাড় কাটার কথা। পাহাড় কেটে প্রাসাদ বানানোর কথা।

প্রাসাদের রঙ্গমহলে রং তামাশার কথা। খালেদা জিয়া, শেখ হাসিনা কি পাহাড়ী ধ্বসে মৃত লাশগুলোর জানাজা পড়তে যাবেন? বা ক্ষমা চাইতে!! যেতে পারেন। উনারা পাহাড়েই থেকে যেতে পারেন। জুম চাষ করলেন...হুক্কা খেলেন। তার পর কোনো একদিন পাহাড়ী ধ্বসে শ্যাষ ( আল্লাহতালা না করুন!) ...!! কি হবে এই জনগনের? এতিম জনগণ!! ঘাড় ত্যাড়া জাতির ঘাড় ত্যাড়া নেত্রীগণ...তোমাদের সালাম!! আমি চাই সামহোয়ার ব্লগাররা দুস্থদের পাশে গিয়ে দাঁড়াক।

পাহাড় কাটা, বন সম্পদ রোধ, বর্ষাকালে ঢাকা সহ নানান জায়গায় যাতে সরকার প্রয়োজনীয় সংস্কারের ব্যবস্থা নেয়....সেই কাজে সহয়তা করতে...গণসচেতনতা, অপরাধীদের বিচার, পথে পথে সচেতনা বিষয়ক পোস্টার, এবং যে কোন দূর্যোগে সাহায্য করতে ব্লগের পক্ষ থেকে একটা ফিক্সড দূর্যোগ ফান্ড তৈরি করা। যা করতে হবে,পরিকল্পনা করে..নেত্রীদের মতো রাজনৈতিক আবেগ বা উথলে পড়া দরদ দেখিয়ে নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।