ভালো ছবি বাজারে আসলে দেরী করিনা। ডিভিডি কিনে ফেলি। সিনেমা হলের ভীড়ভাট্টার চেয়ে নিজের মতো করে ছবি দেখতেই বেশী ভালো লাগে। সম্প্রতি দেখা 'দ্য লাস্ট কিং অফ স্কটল্যান্ড' ছবি নিয়ে আজ কিছু বলতে চাচ্ছি। যারা ছবির খোজখবর রাখেন তারা নিশ্চই জানেন এই ছবিতে উগান্ডান সেনানায়ক ইদি আমিন চরিত্রে অভিনয়ের জন্য ফরেস্ট হুয়িটেকার অস্কার পেয়েছেন।
কথিত আছে ইদি আমিন ছিলেন একজন পাগলাটে ধরনের রাস্ট্রনায়ক আর বস্তুত তার চরিত্রে ফরেস্টের অভিনয়ই হলো এই ছবির প্রাণ । আর তা নাহলে এই ছবিতে বলার মতো না আছে কোনো আকর্ষনীয় কাহিন না অন্য কোনো শক্তিশালী চরিত্র । একজন স্কটিশ ডাক্তারের সাথে ঘটনাসূত্রে ইদি আমিনের অন্তরংগ বন্ধুত্বের পথ ধরে বর্ণিত কাহিনীতে মূলত ব্যক্তি আমিনই ছিলো মূখ্য, তৎকালীন উগান্ডার গৃহযুদ্ধের পটভূমিকা বা আমিনের শাষনামলের সমাজচিত্র-সবই ছিলো অনুপস্থিত। অথচ ঐতিহাসিক চরিত্র বা কাহিনী নির্ভর একটা ছবি বা সাহিত্যকর্মে এগুলাই হওয়া উচিত আসল উপাদান। ডাক্তার চরিত্র রূপদানকারীকেও ঐ চরিত্রের জন্য মোটেই ম্যাচিওরড মনে হয়নি আর এক্স ফাইল খ্যাত জিলিয়ান অ্যন্ডারসনের অনুল্লেখযোগ্য ভূমিকায় অভিনয় তো আরো খারাপ লেগেছে।
তারপরও শেষ কথা হলো , ফরেস্ট ওয়াজ জাস্ট আনপ্যরালাল ইন দিস মুভি। ছবিতে তার প্রথম দৃশ্যটাই অন্যরকম একটা ফিলিংস এনে দেয়। মেকআপ, গেটআপ, কথা বলার স্টাইল, এ্যকসেন্ট সবকিছুই একসাথে চোখে ধরা দেয়। বিংশ শতাব্দীতে ঐতিহাসিক চরিত্রনির্ভর যতো অভিনয় হয়েছে, যেমন গান্ধী চরিত্রে বেন কিংসলে কিংবা জিন্নাহ চরিত্রে ক্রিস্টোফার লী, তার মধ্যে এই ইদি আমিন চরিত্রে ফরেস্টের অভিনয় অন্যরকম এক মাইলফলক হয়ে থাকবে। অবাক হবো না যদি দেখি আগামী দু-এক বছর এরকম চরিত্রনির্ভর আরো ছবি (মার্টিন লুথার কিং, লুই ফারাহ খান, আব্রাহাম লিংকন, রোনাল্ড রিগ্যান বা মার্গারেট থ্যাচার) হলিউডের স্টুডিওগুলোকে ব্যস্ত করে তুলছে।
বলতে ভুলে গেছি, 'দ্য লাস্ট কিং অফ স্কটল্যান্ড' মাত্র একটা ক্যাটাগরীতেই (বেস্ট এ্যকটার) অস্কার নমিনেশন পেয়েছিলো এবং কারোরই বিন্দুমাত্র সংশয় ছিলোনা যে ফরেস্টই সেটা পাবে। তবে আমার অসম্ভব খারাপ লেগেছে উইল স্মীথ-এর জন্য। 'দ্য পারস্যূট অফ হ্যপীনেস' এ জীবনের সেরা অভিনয় করেও ব্যাড টাইমিং-এর কারনে ফরেস্টের কাছে হেরে জেতে হলো। হায়রে! ছবিটা দেখে আমার মনে হয়েছে, আর কিছু না পারি চিতকার করে অন্তত সবাইকে বলি, ' হোক সকল নিয়ম ভঙ্গ, তবুও আগামী বছর অস্কার যেনো উইলকেই দেয়া হয়'।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।