নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .
আমার পাশে থাকা মানুষটি থেকে শুরু করে, ক্লাসের যে বন্ধুটির সাথে সবচেয়ে ঘনিষ্ঠ, অফিসের কলিগ, বাসে বসে থাকা পিছনের মানুষটি আমাকে ”আবেগী” বলে কেমন জানি তাচ্ছিল্লের সুরে শব্দটি উচ্চারন করে। আমি অতি আবেগী নই, আবেগের ক্রিয়া আমাকে অতি মাত্রায় প্রভাবিত করে কিনা তাও ঠিক করে বলতে পারবনা।
অসুস্থ সন্তানের কোন অসহায় পিতা, দুটো ছল ছল চোখে নিজের আত্মসম্মানকে বিসর্জন দিয়ে আপনার নিকট হাত দুটো বাড়িয়ে দেয় সামান্য সাহায্যের জন্য, তার সে কষ্টকে উপলব্ধি করার মত শক্তি আমার নেই, কিংবা আমার কাছে তার চাওয়ায় বেশী নয়, খুবই সামান্য, হয়তবা এই সামান্য সামান্য সংগ্রহই তার সংগ্রহের লক্ষ্যকে কিছুটা পরিপূর্ণ করবে, সেই তাগিদেই হয়তবা অন্যের চেয়ে একটু বেশী ১০০ টাকার একটা দুটো নোট যখন এগিয়ে দেই আশেপাশের মানুষগুলোর চাহনিতেই তাই স্পষ্ট হয় যেন অতি আবেগী একটি মানুষ।
আমি তো তার কষ্টকে উপলব্ধি করার চেষ্টা করি তার বিনিময়ে আমাকে আবেগী বলা হল, কিন্তু যিনি বললেন তিনি কি তার মূল্যবান সময়ের অতি সামান্য সময় তাকে উপলব্ধি করার জন্য ব্যায় করতে পারেনা ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।