আমাদের কথা খুঁজে নিন

   

আমরা কবে পরিকল্পিত হবো!

পরিকল্পিত ভবন নির্মাণ করি, ভূমিকম্পের ক্ষতি থেকে মুক্ত থাকি। ।

আচ্ছা আমরা কবে পরিকল্পিত হবো বলতে পারেন? চাহিদার তুলনায় আমাদের সড়কের পরিমান কতটা কম এটা বলে দেবার জন্য কোন সড়ক প্রকৌশলী হবার প্রয়োজন হয় না। অথচ এই অপর্যাপ্ত সড়ক খোঁড়াখুঁড়িতেই আমাদের সীমাহিন আগ্রহ। একবার টিএনটি অপটিক্যাল ফাইবার বসায়তো, পিডিবি আন্ডারগ্রাউন্ড ক্যাবল বসায়, ওয়াসা স্যুয়ারেজ লাইন সংস্কার করে, পানির লাইন বসায়।

এতদিন তো তাও ওয়াসা, পিডিবি আর টিএনটির মধ্যেই সীমাবদ্ধ ছিল এ কার্যক্রম। ইদানীং আবার যুক্ত হয়েছে টেলিকমিউনিকেশন কোম্পানীগুলো। এখন চলছে বাংলালিংক সড়ক খনন কার্যক্রম। এরপর হয়তো আসবে সিটিসেল, ওয়ারিদ। তারপর হয়তো আসবে হাইস্পিড ইন্টারনেট প্রোভাইডারগুলো।

এভাবে চলতে থাকলে আমরা কোথায় যাবো বলতে পারেন? আচ্ছা আমরা কি পারি না একটি সমন্বিত পরিকল্পনা নিতে? একটি কমন পাইপলাইন বসাতে। যার মধ্যে সব সেবাদান কারী প্রতিষ্ঠানগুলোই অর্থের বিনিময়ে তাদের অপটিক্যাল ফাইবার ক্যাবলসহ প্রয়োজনীয় লাইন বসাতে পারবে। এতে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর যেমন খরচ কমবে, তেমনি লাভবান হবে সরকার আর যন্ত্রনা আর হয়রানি থেকে বাচঁবে মানুষ। সড়ক ও জনপথ বিভাগ কিংবা সিটিকর্পোরেশন অথবা এলজিইডি যে কেউই নিতে পারেন এমন একটি উদ্যোগ। নেবেন কি কেউ?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।