আমাদের কথা খুঁজে নিন

   

রবি ঠাকুর (সাহেব), আমাদের জাতীয় সঙ্গীত এবং ছাগলদের আঁতলামী

সযতনে খেয়ালী!

বিশিষ্ট জ্যামিতিক ক্যারেক্টার, ছাগুকূলের শিরোমনি, সর্বাধিক হিট ব্লগার জনাব ত্রিভুজ (ভায়া বানানতো আর 'ত', 'র-ফলা' সহযোগে লেখা যায় না, এখন সেন্টু খান না? হালা বলদ কোনহানকার!) ইদানিং দেখলাম বেশ লম্ফঝম্প শুরু করেছেন 'রবি সাহেব' বৃটিশদের দালাল ছিলেন, তাঁর রচনা করা কোন 'বালছাল' কেনো বাংলাদেশের জাতীয় সঙ্গীত হবে- এইসব ব্যাপারে। সম্মানিত ত্রিভুজরে অসম্মান করার কোন চেষ্টা, ইচ্ছা কোনটাই এই অধমের নাই। যার যেটা নাই সে সেটা হারাবে ক্যামনে? কিন্তু তারপরেও কিছু কথা না কইলেই না। রবি সাহেব বৃটিশদের দালাল ঠিকাছে। কারণ তাঁর পক্ষে তখন বৃটিশদের দালাল হওয়া ছাড়া কোন গতি ছিলো না।

তবে তিনি লম্বা দাড়ি এবং আলখাল্লার কারণে আফগানিস্তানের দালাল ঠিকই হইতে পারতেন কেনো যে হইলেন না! তো যাইহোক, রবি সাহেবের মাথায় তো আর আমাদের তথাকথিত জ্ঞানীদের মতো এতো জ্ঞানে টইটম্বুর ছিলো না তাই তিনি বিশ্বভারতী গড়ে তুলেছিলেন। বৃটিশগো দেখানি স্যুট-টাই-চশমা পইড়া বড় বড় ফুটাইন্যা মারা বুলি দেন নাই দেশ ও জনগণের স্বার্থে যেমনটা আমাদের জ্ঞানী বেরাদাররা দিয়ে যাচ্ছেন। এখন এই জ্ঞানী বেরাদাররা বৃটিশের দালাল রবি সাহেবের দেদার সমালোচনা করে জাতীয় সঙ্গীতের রচয়িতার পদ থেকে সরে দাঁড়ানোর জোর দাবী জানালেও নিজেরা কিন্তু বৃটিশদের চপ্পল চাটনেই ব্যস্ত আছেন সাগ্রহে। ব্যাটা এতো যে কথায় বাঙালীয়ানার ছাপ ফলাও, বৃটিশের দালাল কইয়া চিল্লাও - নিজে স্বদেশী আন্দোলন করো না কিসের লাইগ্যা? এসএটি, জিআরই, টোফেল, আইইএলটিএস- দেওয়ার লাইগ্যা তো উইঠা পইরা লাগছো। সাদা ধূতি আর খদ্দরের পাঞ্জাবী পইড়া এনআইআইটি তে কেলাশ করতে যাও না ক্যা? "আই কেন্ট হেল্প ইট" না চোদায়া বাংলায় ভ্যাঁ ভ্যাঁ করতে পারো না হালা চোদানির নাতি? বৃটিশ সরকার যদি এহন একটা স্কলারশীপ অফার করে বেবাকের আগে তিন পায়ে লাফাইতে লাফাইতে গিয়াতো সেইটা লওয়ার লাইগা কর্তাগো বাম ঠ্যাঙের বুইড়া আঙ্গুল চাটোন চোদাইবা।

আমি অইসব স্মার্ট এসহোলদেরকে একদমই সহ্য করতে পারিনা যারা ইসলামের দোহাই দিয়া মইরা যায় আবার ঠিক ই বিধর্মীগো দেয়া স্কলারশীপের টেকায় পড়াশুনা করে, অথচ ড্রইংরুমে বইসা ফতোয়া মারে পশ্চিমাগো টেকা হালাল না, মদ খাওয়া হারাম। আরে চান্দুরা পৃথিবীর সবচাইতে বড় বড় স্কলারশীপের টেকা কারা প্রোভাইড করে সেইটা চিন্তা কইরা দেখছেন একবারও? খালি তিন ঠ্যাঙে ফাল পারে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।