আমি ঘুম পান করি
ঘুম হচ্ছে না গত কয়েকদিন ধরে। আর যতটুকুও বা হচ্ছে সেটা আমাকে পর্যাপ্ত শান্তি দিতে পারছে না। তাই বোধহয় মাথাধরা ভাবটাও সহজে কাটছে না। একটু বদরাগীও মনে হচ্ছে হয়ে গেছি আমি। হঠাৎ হঠাৎ প্রায় বিনা কারণে এমন কারো সাথে এমন কোন বিষয় নিয়ে রেগে উঠছি, মনে হয় অন্য যেকোন সময় হলে আমি তা হেসেই উড়িয়ে দিতাম।
কিন্তু এখন তা সম্ভব হচ্ছে না। তাই প্রতিক্রিয়াটা বানোয়াট না, কেমন যেন অনেকটা সহজাত ভাবে চলে আসছে। ভাবছি এতটা রাগ নিয়ে আমি জন্মেছি। প্রশ্ন করলেও সঠিক জবাব পাইনি, পাব এমন আশা করাটাও সম্ভব নয়।
প্রতিনিয়ত প্রশ্ন করার অভিশাপ নিয়েই আমাকে জন্মাতে হয়েছে।
তাই প্রশ্নের ভীড়ে নিজেকে ডুবিয়েই রেখেছি। আমি যেমন কোন স্বভাব কবি নই, নই কোন জাত আঁকিয়ে, তেমনি আপন খেয়ালে সহজাত বুদ্ধি খাটিয়ে প্রশ্নগুলোর কোন উত্তরও বের করা আমার পক্ষে হয়ে উঠেনি। তাই প্রশ্নবাণে জর্জরিত আমি, কেন উত্তর পাইনি এমন প্রশ্ন করেও নির্বোধ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছি।
আজ তাই আমার খুব ছুটি নিতে ইচ্ছা করছে। আমার প্রশ্ন-পোশাক আমার সাথেই থাকবে, আমি জন্মেছিই এই কিম্ভূত দর্শন পোশাকটি পরে।
কিন্তু কিছু ধুলো-বালি, যা সঞ্চিত হয়েছে আমার পথে পথে, হয়তো ঝেড়ে ফেলা সম্ভব, আবার খুবই অসম্ভব হওয়াটাও খুব একটা আশ্চর্যের কিছু হবে না।
আমার ঘুম দরকার। ঘুম নামক অতি আবশ্যক এই ঔষধি গাছটির গুণাগুণ প্রশ্নের অতীত। এখানে কোন প্রশ্ন করিনি। কেননা স্কন্ধের উপরে বসানো এবড়োথেবড়ো মাথাটির অভ্যন্তরের থিকথিকে ঘৃণা উদ্রেককারী পদার্থটি এ প্রশ্নের উত্তর বড় মুন্সিয়ানার সাথেই জন্মের সাথে সাথে দিয়ে দিয়েছে।
এই প্যাঁচানো বস্তুটির ক্ষমতা নিয়েও প্রশ্ন নেই। কিন্তু মাঝেমাঝে এর আলসেমির উত্তরটা এখনো অনেকটা ধোঁয়াটে। তবুও এটি কাজ করে বলে আমি প্রশ্ন করি, কিন্তু মাঝেমাঝে প্রশ্ন করে উত্তরটা নিয়ে লুকোচুরি খেলাতেও আমি এর জুড়ি পাইনা। তাই এ বস্তুটি কাজে ক্ষান্ত দিলে তবেই আমার ছুটি।
আমার ছুটিটা পাওনা হয়ে গেছে।
আর ঘুমটাও। প্রশ্নতো অনেক হল, এবারও কি ছুটি মিলবে না?
------------------------------------------------------
(ছবিটা martha albuquerque এর তোলা)
------------------------------------------------------
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।