© ২০০৬ - ২০১১ ত্রিভুজ
ওয়েবে একটা মজার জোক পেলাম.. সেটার সাথে নতুন কিছু জুড়ে দিয়ে একটা বঙদেশীয় ভার্সন বানানো যায় কিনা দেখি...
খবর: একটা মুরগী রাস্তা ক্রস করে ভারত চলে গিয়েছে। জনমনে প্রশ্ন উঠেছে 'কেন মুরগীটা রাস্তা ক্রস করলো'। এটা নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে তোলপাড়। চলুন দেখি সবাই কি বলে-
Pat Buchanan:
To steal a job from a decent, hardworking American.
Bill Clinton:
I DID NOT cross the road with THAT chicken.
Louis Farrakhan:
The road, you will see, represents the black man. The chicken crossed the "black man" in order to trample him and keep him down.
L.A. Police Department:
Give us five minutes with the chicken and we'll find out.
Richard M. Nixon:
The chicken did not cross the road. I repeat, the chicken did NOT cross the road. I don't know any chickens. I have never known any chickens.
Ernest Hemingway:
To die. In the rain.
Martin Luther King, Jr.:
I envision a world where all chickens will be free to cross roads without having their motives called into question.
Grandpa:
In my day, we didn't ask why the chicken crossed the road. If someone told us that the chicken crossed the road, that was good enough for us.
Aristotle:
It is the nature of chickens to cross the road.
Karl Marx:
It was an historical inevitability.
Ronald Reagan:
What chicken?
Fox Mulder:
You saw it cross the road with your own eyes. How many more chickens have to cross before you believe it?
Bill Gates:
I have just released Chicken '98, which will not only cross roads, but will lay eggs, file your important documents, and balance your checkbook, and Explorer is an inextricable part of the operating system.
Einstein:
Did the chicken really cross the road or did the road move beneath the chicken?
এতো গেল বিদেশীদের কথা। এবার দেখি বাংলাদেশী রাজনৈতিকরা কি বলে-
বাবর: where?? we are looking for মুরগীজ!!!
জলিল: ব্যাপার নাহ! মুরগী রোড ক্রস করলে করুক। আমার আছে তুরুপের তাস!
হাসিনা: আমরা রোড বানাইছি, রোড ক্রস কিভাবে করতে হয় আমরাই শিখাইছি, আর মুরগী আমার রোডটাই ক্রস করলো?!?!? (খাইয়ালামু)
খালেদা: মুরগীটা আমার পরিবারের কেউ ছিলো না। (কিছুজানিনাহাসি)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।