আমাদের কথা খুঁজে নিন

   

আর কত পিছন ফিরে তাকানো?



অনেকতো হলো তবুও কেন আমরা বারবার পিছু ফিরে তাকাই? কেন বারবার অতীত মেতে উঠি? অতীতকে মনে রাখা ভালো কিন্তু অতীতের সাথে গ্লু-এর মতো এঁটে যাওয়া অনর্থক। আমি এই কথাগুলো আমার সহব্লগারদের উদ্দেশ্যে বলছি। আগে আমি ব্লগ পড়েছি কিন্তু রেজিস্ট্রেশন করিনি,কিন্তু অবশেষে করেই ফেললাম। এতদিন ব্লগ পড়ে যা বুঝলাম,যা শিখলাম তা হলো---রাজাকার ুদি, পাকি শিকার, গোলাম আযম এর জুতা পেটা আবার কেউ ভুলেও পাকিস্তান এর নাম নিলে ওকে নগ্নভাবে নাজেহাল করা এ জাতীয় আরো অনেককিছু। কিন্তু কেন? আর কতো........ স্বাধীনতার ৩৬ বছর তো হয়ে গেলো।

আমি বলছিনা যে,৭১ কে ভুলে যেতে। ৭১ আমাদের গর্ব। ৭১ আমাদের স্বকীয়তা এনে দিয়েছে,এনে দিয়েছে আমাদের স্বাধীনতা,এনে দিয়েছে আমাদের সার্বভৌমত্ব। ৭১ আমাদের প্রেরণা। কিন্তু আমাদের ১৯৭১ এ পড়ে থাকলে চলবে না।

এখন ২০০৭ চলছে......। আমাদেরকেও ২০০৭ এর মত চলতে হবে। আমার মনে হয় আমরা যারা সামহোয়্যার এ ব্লগিং করি তারা অধিকাংশই মুক্তিযুদ্ধ দেখিনি; কিন্তু তারপরও সবার মাঝে যে ৭১ এর চেতনা তা প্রশংসার যোগ্য। কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা যেন ৭১ কে ভুল পথে নিয়ে না যাই। পাকিস্তান-বাংলাদেশ এখন দুটি আলাদা রাষ্ট্র।

আমরা এই ব্লগে বসে যত জোরেই চিত্কার-চেচামেচি করি না কেন, তাতে পাকিস্তানের এক খন্ড মাটি কমবেওনা আর কোন ক্ষতিসাধনও হবেনা। আমরা এই চিত্কার-চেচামেচি টা যদি আমাদের প্রিয় দেশের জন্য করি তবে অনেক ভালো হতোনা?আমরা আমাদের দেশকে কিভাবে সোনার বাংলা গড়ে তুলবো --কিভাবে আমাদের গণতন্ত্রকে আরো সুন্দর ভাবে সাজানো যায়---অর্থাত্ত আমাদের বাংলাদেশ কে কিভাবে আদর্শ বাংলাদেশের মত গড়া যায় সে দিকে মনোযোগ দিলে মনে হয় খুব হত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।