সযতনে খেয়ালী!
সুধী,
এই যে সংযুক্ত ফটুকখানা দেখিতে পাইতেছেন উহা আমার খুবই পরিচিত একজনের। ইহা তাহার হস্তের ফটুক, মুখমন্ডলের নয়। (কেউ আবার সিসিমপুরের চার্লিস হোটেলের বেয়ারার মতো হাতকে মুখ ভেবে বসলে সমস্যা)।
যারা হাত, ফেস রিডিং করে থাকেন (প্রফেশনাল বা এমেচার) তাদের কাছে অনুরোধ থাকলো হাতটা একটু রীড করে দেবেন! অনেক উপকার হবে গরীবের। বলতে পারেন, বড়ই কৃতজ্ঞ হইতাম তবে।
আরজ গুজার,
আপনাদের গুণমুগ্ধ-
ধুসর গোধূলি
বিদ্র: আরও কোন কিছু সাপ্লিমেন্টারী জিনিষ লাগিলে দয়াকরিয়া বলিবেন। হাতের অধিকার যথার তাহার অনুমতি সাপেক্ষে তাহাও সরবরাহ করা হইবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।