আমাদের কথা খুঁজে নিন

   

হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন

মন'রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা

মাহবুব মোর্শেদের নতুন শব্দ, অব্যবহৃত শব্দ পোস্টগুলো দেখে অনুপ্রাণিত। কিছু আঞ্চলিক শব্দ আছে যেগুলো সারাদেশের লোক জানেনা। এখন সেইরকম আর ব্যবহার ও হয় না। অন্তত আমি দেখিনা কাউকে ব্যবহার করতে। সেরকম কিছু শব্দের কথা ভাবছি মাঝে মাঝে বলবো।

এতে দুটো কাজ হবে। আম ও পাবো, ছালা ও পাবো। পোস্টের সংখ্যা বাড়া হচ্ছে আম। চট্টগ্রামের কিছু আঞ্চলিক শব্দ সবাইকে জানানো হবে, সেটা হচ্ছে ছালা। এখন পিঠে ছালা বেঁধে, আরেকজনের বাসায় অনাহুত অতিথি হয়ে রাতের খাওয়া খেয়ে আসি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।