আমাদের কথা খুঁজে নিন

   

আমি এবং আমার প্রতিবিম্ব

- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -

মুখোমুখি দু'জন খুব পরিচতি- একজন আরেকজনার ভিতর বাহির নয় আড়াল কিছুই, তবুও আপন প্রশ্নে দু'জোড়া চোখে আজ ভয়। আপন জালে আবদ্ধ- প্রশ্নবানে বিদ্ধ। অথচ অর্ধযুগ পূর্বেও একে অন্যের পানে অপলক তাকিয়ে থাকতো। আর ফুটে উঠতো এক নিষ্পাপ মুগ্ধতা। নেই আর সেই দৃষ্টি, দু'জনের চোখে আজ সংকোচ, ভয়। কেউই এখন আর মুগ্ধ হয় না জন্ম নিয়েছে ঘৃণা- (চোখের ভিতর সব লেখা পূণ্য পাপ সবই যায় দেখা) আপনার কাছে আড়াল নয় কিছুই- তা পূণ্যই হোক আর পাপই হোক।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।