আমাদের কথা খুঁজে নিন

   

রাগ ইমনের লেখা কেমন লাগে? (১১)

ভস্ম হই। মৃত্যুর চুমু আমার কপোল ছুঁয়ে যায়। বেঁচে উঠি আবার। নতুন দিনের আশায়। বেঁচে উঠি বারবার।



বিভিন্ন লেখকের লেখার ভিন্ন ভিন্ন মাত্রা এক্সপ্লোর করার জন্য এই সিরিজটির যাত্রা। একেকজন হয়ত একই লেখকের লেখায় ভিন্ন ভিন্ন বিষয় খুঁজে পান। অন্যান্য পাঠকরা সেটা জানলে তারাও ব্যাপারগুলো লক্ষ্য করতে পারবেন। অন্যদিকে, লেখকও সচেতন হবেন তার লেখার কোন দিক পাঠক দেখতে পাচ্ছে কোন দিক পাচ্ছে না। লেখনীকে করতে পারবে আরো ক্ষুরধার।

তুলনামূলক ভাবে একটু দেরী করে শুরু করলেও অনেকের চেয়ে প্রবীণ ব্লগার রাগ ইমন। প্রায়ই তাকে প্রচন্ড আক্রমনের শিকার হতে দেখা গেছে। দেখা গেছে বিতর্কীত বিষয় নিয়ে ব্লগ তোলপাড় করতে। বৃষ্টির মতো লেখা নামিয়েছেন তিনি একসময়। আবার সব মুছেও ফেলেছেন কোন এক যন্ত্রনায়।

প্রতিদিন ব্লগ পাতা খুললে যাদের লেখা আশা করা যায় তাদের মধ্যে রাগ ইমন একজন। কেমন লাগে রাগ ইমনের লেখা? তার কোন লেখা দেখে বিরক্ত হয়েছেন কখনও? হয়ে থাকলে কেন হয়েছেন? অনেকে যা দাবী করেন যে তিনি মনোযোগ আর্কষনে ব্যস্ত - আপনি কি তাই মনে করেন? নাকি মনে করেন নারী ব্লগার বলে তিনি আক্রমনের শিকার? ব্লগের বাইরে ব্লগের লোকদের মাঝে সাংগঠনিক কাজে দেখে তাকে কি মনে হয়? তার কোন ধরনের লেখা বেশী লেখা উচিৎ বলে মনে করেন? মানুষ হিসেবে তাকে কেমন মনে হয়?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।