আমাদের কথা খুঁজে নিন

   

বুক পকেটে শৈশব...

http://www.myspace.com/423882880/music/songs/31785002

অফিসের উদ্দেশ্যে সকালে রওনা দেওয়ার সময় স্কুল গোয়িং ছোট বাচ্চাদের চোখে পড়ে। অল্প সময়ের জন্য হলেও শৈশবের স্মৃতিতে হারিয়ে যাই। আর স্কুল জীবন মানে, নানান স্মৃতি! সবচেয়ে মজার স্মৃতি হলো- মজার মজার পাঁচ মিশালি খাওয়া দাওয়া! এমনিতো এক্সট্রা দশ/বিশ টাকা পকেটে থাকতো সবসময়। এই এক্সট্রা টাকা পয়সা কিভাবে খরচ করা যায় তা নিয়ে সারাক্ষণ চলতো জল্পনা কল্পনা! অনেক কিছু তখন টানতো! এখন এসব কোথায় পাওয়া যাবে, কিছুই জানিনা। যেমন : ১/ তিন রঙ্গা সন্দেশ! (সবুজ+লাল+সাদা) ২/ ক্রিম রোল ৩/ বাটার বন ৪/ বরফের মালাই ৫/ জলপাইয়ের আচার ( ২টাকাতে অনেকগুলো দিতো) ৬/ এক ধরনের ক্রিম, যেটা দিয়ে পরনের আংটি, ঘড়ি ইত্যাদি বানানো যেত। কাধেঁ বাশ নিয়ে এক লোক ঘুরে ঘুরে সেটা বিক্রি করতো। ৭/ বাবুল বিস্কুট! ৮/ বাবল গাম। ( চারটা গোল গোল গাম) কোনো বন্ধু কি আছেন, আমাকে জানাতে পারবেন এগুলো এখন কোথায় পাওয়া যায়। আর কারো কোনো আইটেম থাকলে এখানে এ্যাড করতে পারেন। অন্ততপক্ষে কিছু শৈশবতো শেয়ার করা গেলো!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।