মিডিয়া
১৯৭১ সনে ২৫ মার্চ গনহত্যার বিচারের দাবিতে পাকিস্তান হাই কমিশনে অবস্থান কর্মসূচী পালন করেছে অষ্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশীরা। 'জাস্টিজ ফর বাংলাদেশী জেনোসাইড ১৯৭১' নামের সংগঠনটি এই আন্দোলনটি পরিচালনা করছে। প্রথিষ্ঠানটির সাধারন সম্পাদক রেমন্ড সোলায়মান ও জনকন্ঠের বিশেষ প্রতিনিধি ফজলুল বারি জানিয়েছেন পাকিস্তান হাইকমিশন বিচারের দাবী সম্বলিত স্বারক লিপি গ্রহন করতে অস্বীকৃতি জানিয়েছে। আজ প্রায় শতাধীক বাঙলি ও অষ্ট্রেলিয়ান নাগরিক পাকিস্তান দুতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করলে, বিষয়টি আন্তজাতিক গনমাধ্যমের নজরে আসে। মিছিল কারীরা পরে ক্যানবেরার পার্লামেন্ট ভবনের ফটকে নাজি বাহিনীর দ্বিতীয় বিশ্ব যুদ্ধের হত্যা যজ্ঞের নির্মম নিদর্শন সোয়াস্তিকা রেখে আসে।
সাবাশ বাঙালি..
মিছিল হয়েছে অষ্ট্রেলিয়ার সিডনিতে মিছিল কেন হয়না ঢাকাতে?
মিছিল শুরু হোক তবে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে। মিছিল আসবে বুদ্ধিজীবী কবরস্থান হতে,মিছিল আসবে রায়ের বাজার হতে, মিছিল হবে শহীদ মিনার হতে। বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যন্ত অঞ্চল হতে মিছিল হবে। ঘেরাও হবে বাংলাদেশে অবস্থিত পাকিস্তান হাই কমিশন্।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।