আমাদের কথা খুঁজে নিন

   

তুমি এলে পায়ে পায়ে

পাগলামীর ভাবসম্প্রসারন....

তুমি এলে পায়ে পায়ে জোছনা ছুয়ে যায় ফুলে ফুলে ভরা কাঁশবন নদী যে বয়ে যায় নিজ সুরে কয়ে যায় ভালবাসা ভালবাসা অনুপম স্বপ্ন ভাসলে কিছু কথা বললে বুকে দারুন ওঠে ঝড় হাওয়ায় এসে যেন ভালবেসে সাজিয়ে নিয়েছ প্রহর এ যেন কিসের বন্যাধারা মনটা হারিয়ে যেতে চায় প্রিয় সুর তুলে দুটি চোখ বুঝলে তুমি মন জুড়ে থাকো জোনাকিরা জলে নিভে যায় যখন তখনও তুমি থাকো এ যেন কিসের বন্যাধারা মনটা হারিয়ে যেতে চায়

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।