আমাদের কথা খুঁজে নিন

   

সবই তোমার জন্যই

পাগলামীর ভাবসম্প্রসারন....

এই চোখে তাকিয়ে দেখ দেখবে আমার কাছে তোমার শত রূপ হৃদয়কে জিজ্ঞাসো আত্মাকে জিজ্ঞাসো যখন তুমি আমায় পাবে খুজবে না আর কিছু বলো না এই চেষ্টা কিছুই আনবে না বলতে পারো না এই আমৃত্যু চেষ্টা কোন কাজেরই না তুমি জানো এটা সত্যি যা কিছু করতে পারি সবই তোমার জন্যই চেয়ে দেখ তোমার হৃদয়ে পাবে তুমি আমাকে কিছুই তো নাই লুকিয়ে রাখার চাও যা কিছু আমার কাছে নাও এ জীবন যা ইচ্ছে আমি সবই দিবো, বিলিয়ে যাবো। বল না এই আমৃত্যু যুদ্ধ সবই ভুল আমি পারিনা, আমি চাই না বেশি কিছু তুমি জানো এটা সত্যি যা কিছু করতে পারি সবই তোমার জন্যই Everything I do - Brayn Adams

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।