এসো কবিতায় কথা বলি, কিছু তো সত্যি বলা হবে !!
অগুনতি ব্লগারের জন্ম হচ্ছে প্রতিদিন বিশ্বজুড়ে। কোথায় কে নতুন লিখতে শুরু করলো তার খোঁজ রাখে না প্রায় কেউই। রাখা সম্ভবও না। যেমন প্রতিদিন কত প্রাণ ঝরে যাচ্ছে তার খবর রাখা যায় না! পাশের বাড়ির কমলদার মেয়েটা কার সাথে ঘুরে বেড়াচ্ছে সে খবরটা সোজাসুজি পাওয়া গেলেও, পাড়ার মোড়ের ভিখিরিটা রাত্রে কী খায় সে খবরে কারও কোন উত্সাহ নেই! ......ভিড়ের মধ্যে আমিও সাধারণ। একসমুদ্র ভাবি, দুফোঁটা চেষ্টা করি, একবিন্দু কাজে হয়।
তবে কথায় তো দোষ নেই। কাজে না হোক, কথাতেই বা সত্যি বলে কজন? আমি সত্যি কথার দলে, সত্যি কাজের দলে নেই। বুক বাজিয়ে শিঙা ফুঁকতে পারি, যুদ্ধে যাবো না। চায়ের কাপে তুফান তুলতে পারি, পথে নামবো না। আশাকরি এবার বুঝতে পারছেন আমি আসলে আপনাদেরই দলে।
আসুন, শতাব্দীজুড়ে কথার জাল বুনি!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।