আমি কিছু লেখি নাই
কাল সারারাত কবিতা লেখেছে আমারে
তাহার জিহ্বা দিয়া
বলেছে আমার মৃত্যুর কথা
বলেছে একদিন মুক্তি দিবে সে আমাকে
রক্তচোষা শেষ হলে।
বলেছে একদিন সে আমাকে
মহাকাল দেখাবার নাম করে
নিয়ে যাবে দানিয়ুব নদী তীরে
তারপর পেছন থেক দিবে ধা
তারপর গড়িয়ে গড়িয়ে নাকি আমি
চলে যাব সোজা দান্তের নরকে
এসব বলেছে কাল রাতে সে আমার কানে কানে
সারারাত সে লেখেছে আমায়
আমি কোনো কবিতা লেখি নাই।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।