কখনো চাই নাই দূরে থাকি...তবু দূরগুলো বারে বারে আসে...
একজন ভালো লোক হইতে কি করতে হয়? একজন ভালো প্রশাসক হইতে কিরম আচরন করতে হয়? অনেকেই কইবেন শিক্ষাগত যোগ্যতার কথা...কেউ কইবেন অভিজ্ঞতার কথা...আমি একটা পোস্ট দিছিলাম ইনুস সাবে রাজনীতি করবেন না এই সিদ্ধান্ত দেওনের পর। সাদিকের সাথে আমার একটা ভার্চ্যুয়াল তর্কের কথা উল্লেখ করছিলাম সেই পোস্টের শুরুতেই। সেইখানে একটা বিতর্ক আসনের সম্ভাবনা থাকলেও ইনুস সাব আর উন্নয়ন প্রসঙ্গে বিদেশী সহযোগিতার অন্তরালে চাপা পরছিলো শিক্ষিত মানুষ নিয়া বিতর্কের অবকাশ।
ভ্যালেরি আর সিআরপি বিষয়ে যখন আবার তুমুল মানবিকতা জাইগা উঠলো ব্লগ জগতে, তখন আমি শফি সামি সাবের অতীত জাননের লেইগা উইকি পরিসরে হানা দিতেই চোখের সামনে একজন ত্যাগী-বুদ্ধিমান-দক্ষ এবং অতি অবশ্যই শিক্ষিত লোকের চেহারা ভাইসা উঠলো। তিনি এই দেশের লেইগা বহু কিছু করছেন! তিনি গঙ্গার পানি চূক্তি করছেন, তিনি পার্বত্য চূক্তিরও প্রকল্পদ্রষ্টা! তিনি আন্তর্জাতিক সংস্থাতেও ভাড়া খাটছেন সরকারী চাকরীজীবন শেষে...শফি সামি সাবরে সবাই জানে সফল প্রকল্প বাস্তবায়নকারী হিসাবেই...
আমার লেখায় শ্লেষ থাকে...বাঙালী সূলভ ঈর্ষা থাকে বইলা একটা অভিযোগ উঠছিলো ইনুস সাবরে নিয়া যখন পোস্টাইছিলাম।
তাই শফি সামির প্রসঙ্গে কেবল তথ্য দিলাম অবতারণায়...একজন শিক্ষিত আর অভিজ্ঞ প্রশাসক হিসাবে শফি সামি সাহেবের সুনাম আছে খালি বাংলাদেশে না, বিদেশেও। কিন্তু আমরা ভূক্তভোগীরা জানি আসলে একজন শিক্ষিত ধান্দাবাজ কি করে! তিনি গঙ্গা পানি চূক্তির নামে ভারতের লগে যেই চূক্তি করছিলেন সেইটা নিয়া আকন্দ চাচু লিখলেও আমার ঠিকই মনে হয়। ঐ চূক্তি ভারতের স্বার্থ সংরক্ষণ আর জনপ্রিয় রাজনৈতিক ফায়দা হাসিল করা ছাড়া আর যে কিছু ছিলো না, সেইটা আমরা এই সময়ে পদ্মার অববাহিকায় গেলেই ধরতে পারুম।
পার্বত্য চূক্তিতেও সে একইরম খেলা খেলছিলো। পাহাড়ি জনগোষ্ঠীর অধিকার বিরোধী একটা চূক্তি কইরা সে প্রশাসনিক দক্ষতা দেখাইছিলো, সেইটা আন্তর্জাতিকভাবে অনেক অ্যাপ্রিসিয়েটেড হইলেও আমাগো পার্বত্য জনপদ আজ বাঙালীগো চাপে বিলুপ্তপ্রায়...সেনাবাহিনীর দৃষ্টিভঙ্গীতেই এরশাদের পুরানা চূক্তিরেই নতুন কইরা খাওয়াইয়া দিছিলো এই লোক।
শফি সামি যেই কারনে সেনাবাহিনীর পছন্দের লোক হয় এখনো! সাথে আছে বিদেশী অনুগ্রহ...
আমাগো এতদঅঞ্চলে সবচাইতে ধী শক্তি ওয়ালা রাজনীতিবিদ মওলানা ভাসানী স্বশিক্ষিত ছিলেন...মওলানা টাইটেলটাও তার কোন মাদ্রাসা থেইকা পাওয়া না। তাই আমাগো শিক্ষিত রাজনৈতিক নেতা প্রয়োজন না...দরকার একজন লালন শাই...যিনি সাধারণ মানুষের উপলব্ধি নিয়াই বুঝবেন আমাগো সুখ দুঃখ...ভ্যালেরী বিদেশী হইলেও তিনি আমাগো লোক...এইটা বুঝনের সামর্থ্য আমলাতান্ত্রিকতায় নাই!
সবশেষে একজন আন্তর্জাতিক বিপ্লবীর কথা স্মরণ করি...আর্নেস্তো চে গুয়েভারা...যিনি জানাইছেন পরিবর্তন কখনো জাতীয়তাবাদে আটকা থাকে না!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।