কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com
প্রিয় কবি, জাতীয় কবি নজরুল ইসলাম। বহু বছর আগের এমন দিনে এই প্রিয়জন পৃথিবীতে এসেছিল। তার 'বাতায়ন পাশে গুবাক তরুর সারি' কবিতাখানি পড়ার পর মনের অনুভূতিগুলোকে তুলে ধরেছিলাম, সেও তো বহুদিন আগে। একজন প্রিয়জনকে যখন শুনিয়েছিলাম; বলেছিলেনঃ 'নজরুল যদি বেঁচে থাকত আর কবিতাটি শুনতো, তবে . . . . . . কিছুটা . . . . হতো'। আমি তেমন কিছু ভাবিনি, তবে অনুভব করছি ভীষণ! ভীষণ!!
"আমার বংশী বাজবে না আর
এই তীরে য'বে হায়,
আমার খবর শুধিও সেদিন
দক্ষিণা শীতল বায়।
মুছে যাবে যত জানাশোনা আর
আনাগোনা তব ঠায়,
লুকাইয়া যাব তব অলখেতে
ল'য়ে মম নিদ কায়।
দু'দিনের তরে এসেছিনু আমি
তোমাদের জলসায়,
দিলেনাকো প্রেম, কাটালেনা কিছু
অনুক্ষণ মমতায়।
তাইতো ল'য়েছি অনন্ত বীণা
ভেঙ্গে প্রিয় বাঁশী হায়,
না হেরিতে রবি উদয় গগণে
রাঙ্গি সাঁজ লালিমায়।
আমার পৃথিবী? সুধিও তারে, যে
হু হু করে কেঁদে যায়,
যে ছিল আমার বাসন্তী প্রিয়া
দক্ষিণা শীতল বায়।
ফাগুনের দিনে চুপি চুপি এলে
সুধিও সে অচেনায়,
কত ব্যাথা ল'য়ে বন্ধু তোমার
পালিয়েছে অজানায়।
যাহাদের ত'রে সদা চেয়েছিনু
বিলাইতে আপনায়,
দেখিনু তাদেরে হাস্য-রসিতে
মোর ব্যাথা-বেদনায়।
শিথানের পাশে বিদায় নিবাসে
ঝুরিবে আগর বায়,
কাপুরের ঘ্রাণে শুঁকিয়া জানিও
মোর শেষ অভিপ্রায়।
করে অবহেলা, বিরহের মালা
পরাইলে একদায়,
বিদায়ের বারে ডাকিওনা তারে
নয়নের ঝরনায়।
খুঁজিও আমারে তাদের মাঝেতে
আসিবে যারা ধরায়,
মোর হয়ে কিছু চাইলে নয়ন
মুদিও ভালবাসায়।
২৫.০৯.২০০০
রয়েল কমিশন, ইয়ানবো, সৌদি আরব।
বি.দ্র.- জন্মদিন কি মৃত্যুদিন সে প্রসঙ্গ থাক, কবির জন্য কবিতাটি; এটাই মূখ্য হোক।
ছবির জন্য কৃতজ্ঞ যেখানে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।