আমাদের কথা খুঁজে নিন

   

এক আগুন্তকের ব্লগ ভ্রমন ও "বালছাল" অভিজ্ঞতার বাস্তবিক প্রয়োগ

নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

""""""সহসাই নেট পরিভ্রমনে এক আগন্তুক ব্লগের সন্ধান পাইলেন তাও আবার বাংলায় আমাদেরই সামওয়ারইন ব্লগ। ব্লণ পড়িবার ও কমেন্ট করিবার লোভ সংবরন না করিতে পারিয়া অবশেষে ব্লগে ঢুকিয়াই পড়িলেন। কিন্তু এ কি! সবই বালছাল অধ্যায় কিংবা পর্ব চলিতেছে। আসলেই কি বালছাল ? বহুদিন ধরে "বালছাল" শব্দটির কোন প্রয়োগ না থাকায় মস্তিষ্কের কোন এ গহ্বরে ইহা পচিয়া পচিয়া যখন মৃত প্রায় তখন ব্লগের এই আকস্মিক আগমনে তাহা আবার পুনুরুজ্জীবিত হইল। যাই হোক এ "বালছাল" কাব্য চর্চায় তাহার লাভই হইয়াছে। শব্দটির সাথে নতুন করে পরিচয় পাওয়া গেল তাও আবার কাব্যাঙ্গিক ভঙ্গিতে। ইহা তাহার নতুন অভিজ্ঞতা। """""" বস আসতে পারি? -আস বস এসাইমেন্ট রেডী করেছি -দেখি (তিনি এসাইমেন্ট দেখছেন) দেখা শেষে -ধূর ! কি বালছাল নিয়ে আসছ? -এইটা কি ? বস, এসাইনমেন্ট -এসাইমেন্ট না তো বালছাল ডেস্কে এসে ব্লগ লগইন করি, দেখি "বালছাল" শিরোনামের কাব্য সাহিত্য, বুঝলাম ! ধন্যবাদ বালছাল পোষ্টগুলোর লেখকবৃন্দের প্রতি ইহা শুধু আমার বসের নয়, প্রকৃতপক্ষে আমারও বালছাল অভিজ্ঞতা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।