আমাদের কথা খুঁজে নিন

   

কবি ও কবিতা (২য় কিস্তি )

জনক কিংবা পিতাকে নিয়ে প্রশ্ন তোল না// যে মায়ের আঁচলে ভাত খাওয়া হাত মুছেছি, কোনোদিন এই আমি তার সামনে দাঁড়াতে পারব না। // (নজরানাঃ জাতির জনক শেখ মুজিবকে)

( দয়া করে আগে প্রথম কিস্তি পড়ে নিন। ) সংজ্ঞার পথে গিয়ে বিষয়টি সহজ না-হয়ে বোধই জঠিল হল। বসেছিলাম কবিতার কথা বলতে ,কিন্তু বলতে হল কবির কথা । আবার সেই কবির কথা বলতে কোথা থেকে উড়ে এল আর্ট নামক শব্দটি।

আর্টের নির্দিষ্ট সংজ্ঞা আছে। আপাতত সে-পথে যাচ্ছি না আমি। আর্ট জিনিসটা কী সেটি বুঝতে পারলে হল। আমরা যদি চোখ মেলে বাহিরের দিকে তাকায় তাহলে ,আর্টের সাথে দেখা মিলবেই। সে-দিন রাত্রে কেন জানি দু-তলা পেরিয়ে ছাদে উঠে বসেছিলাম ।

আকাশের তারাগুলো আমাকে হাতছানি দিয়ে ডেকেছে। জোনাক-জ্বলা তারার এ-মিছিল বারবার নতুন বোধের জন্ম দিয়েছে । আলো-আঁধারের এ-খেলায় পুরোমাত্রায় যে আর্ট পেয়েছি তা অকল্পনীয়। আর্ট মানে সুন্দর --সুন্দরের অতিশায়ন। কবিতা ও এক ধরনের আর্ট।

সে-আর্ট শব্দের। শব্দ কবিতার মূল উপাদান। শব্দে-শব্দে খেলার নাম কবিতা। অপরিহার্য শব্দের অবশ্যম্ভাবী বাণী বিন্যাস-ই কবিতা। তাই কবিতায় শব্দের অপরিহার্যতা মূখ্য।

কোলরীজ সুন্দরভাবে বলেছেন --the best words in the best order. জঠিল ঠিক এই জায়গায়। ক্রমটা (order)বুঝতে হয় কবিকে --পাঠককে। ক্রম জিনিসটা নিয়ে আরেকটু আলোচনা করা হবে। তবে এখন না ,পরে। কবিতার ক্ষেত্রে এতোক্ষণ পর্যন্ত যা পেলাম তা এ-ভাবে পেশ করা যায়-- ক।

কবিতা এক প্রকার শিল্প। খ। কবিতা শব্দের পরম-শিল্প। গ। শব্দের অপরিহার্যতা কবিতার মূখ্য বিষয়।

ঘ। কবিতা অনন্য। ঙ। কবিতা সাহিত্যের আদি শাখা। চ।

কবি ও কবিতা একই সূত্রে গাঁথা। (চলবে …)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।