শুক্রবার যুক্তরাজ্যের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান।
পরে দলের সহসভাপতি শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের কাছে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন।
শমসের বলেন, “বিরোধী দলীয় নেতা ব্রিটিশ পার্লামেন্টারি গ্রুপের সদস্যদের বলেছেন, বিএনপি সংলাপের জন্য এই মুহূর্তে প্রস্তুত। এখন সংলাপের পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব সরকারের। ”
গুলশানে বিরোধী দলীয় নেতার বাসভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে ছিলেন রুশনারা আলী, অ্যানি মেইন, নিক ডি বোয়েস, সিমন ড্যানজোক, জোনাথ্যান রেনল্ডস ও শাবানা মাহমুদ।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসনও উপস্থিত ছিলেন বলে জানান শমসের মবিন চৌধুরী।
সংবিধানের পঞ্চদশ সংশোধনের পর আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় আগামী নির্বাচন হবে। দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না দাবি করে নির্বাচনকালীন নির্দলীয় সরকার পদ্ধতি পুনর্বহালের দাবি জানিয়ে আসছে বিএনপি।
সংবিধান অনুযায়ী আগামী ২৪ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন হবে।
তবে বর্তমান সংবিধান অনুযায়ী নির্বাচন হলে তা বয়কটের হুমকি রয়েছে বিরোধী দলের।
বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির এমপি রুশনার আলী বলেন, “আমরা বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই, যাতে সব দলের অংশগ্রহণ থাকে। বর্তমানে যে সংকট চলছে রাজনৈতিক দলের সংলাপে তার সমাধান আসতে পারে বলে আমরা মনে করি। ”
সংলাপের বিষয়ে রুশনার আলী বলেন, “আমরা কোনো চাপ দিচ্ছি না। আমরা মনে করি, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বসে সমঝোতায় পৌঁছাবে।
”
তিনি বলেন, সংলাপের মাধ্যমে সমঝোতায় পৌঁছাতে ইতিমধ্যে বাংলাদেশের বন্ধু দেশগুলো দুই দলের প্রতি আহ্বান জানিয়েছে। জাতিসংঘও অনুরোধ করেছে। বাংলাদেশের সব বন্ধুরা এ বিষয়ে তাদের উদ্বেগের কথা বলেছেন।
রুশনারা আলী বলেন, একটি শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের জনগণ প্রত্যাশা করে। রাজনৈতিক দলগুলো যদি তা পুরণে ব্যর্থ হয় তাহলে দেশের জনগণ তাদের দোষারোপ করবে।
বিরোধী দলীয় নেতার সঙ্গে বিভিন্ন বিষয়ে তাদের ফলপ্রসু আলোচনা হয়েছে বলে জানান বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্রিটিশ এমপি।
সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী বলেন, “বিএনপি সব সময় সংলাপের মাধ্যমে বর্তমান সংকটের সমাধান চায়। আমরা এজন্য প্রস্তুত আছি। কিন্তু সরকারের তরফ থেকে এ বিষয়ে কোনো উদ্যোগ নেই। ”
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।