মহল্লায় ঘুরি, মহল্লায় ফিরি
এই গল্পটি নুসরাত বাচ্চু এর জন্য।
নুসরাত আপনি জানতে চেয়েছিলেন মারা খাওয়া মানে কি? এই গল্পটি পড়লে আশা রাখি এই বিষয়ে আপনি সম্যক ধারনা পাইবেন।
এডাল্ট কনটেন্ট, ১৮ বছরের নিচের কারও জন্য পাঠ্য নহে।
দড়ি দিয়ে বাধা একটি ষাড় মাঠে ঘাস খাচ্ছিল। হঠাত তার নজরে পরে দুরে আর একটা গরু।
দেখতে দুরের গরুটা ভাল লাগছিল দড়ি দিয়ে বাধা ষাড়টির। তাই সহজেই তার কাম ভাব জাগ্রত হল। কিন্তু সে ঐ দূরের গরুটির কাছে যাইতে পারছিল না কারন দড়ি দিয়া আটকানো।
অনেক চেষ্টার পরে সে দড়ি ছিরে ঐ দূরের গরুর কাছে হাজির হল তার কাম ভাব কমানোর জন্য।
কিন্তু দুরের জিনিষটা ছিল আর ও বিশালকার, শক্তিশালী ষাড়।
শেষে ফল হল উল্টা।
কাতর মনে ফিরতে ফিরতে সে বলতে লাগল " শেষ পর্যন্ত দড়ি ছিড়ে মারা খাইলাম"
আশা করছি এই বার আপনে বুঝতে পারছেন মারা খাওয়ার অর্থ কি?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।