আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বাস-অবিশ্বাসের দোলাচল !

বন্ধ জানালা, খোলা কপাট !

ধর্ম এবং ধর্মগ্রন্থগুলো পৃথিবীতে আসার শুরু থেকেই বিশ্বাসী এবং অবিশ্বাসীদের দুটি দল হয়েছে। কুরআন অবতীর্ণ হবার সময় থেকেই এ পবিত্র ধর্মগ্রন্থ নিয়ে বিতর্ক কম হয়নি। কিছু মানুষ বিশ্বাস করেছেন। অবিশ্বাস করেছেন কেউ কেউ । অবিশ্বাসীরা 'অবিশ্বাস' আর বিশ্বাসীরা 'বিশ্বাস' নিয়েই আছেন।

কেউ কাউকে টলাতে পারছেন না । বিশ্বাসীদের বিশ্বাস এতো নড়বড়ে নয় যে,হুড়মুড় করে ভেঙ্গে পড়বে । কারণ,বিশ্বাস বলে কথা ! ব্লগের ভার্চুয়াল জগতে,এই 'বিশ্বাস এবং অবিশ্বাস' নিয়ে মুক্ত আলোচনা চলতে পারে। যেহেতু মতামত প্রকাশের মুক্ত প্লাটফর্ম এটি,সেহেতু, প্রত্যেক ব্লগার শালীনতার মাধ্যমে তার মতামত প্রকাশের স্বাধীনতা সংরক্ষণ করেন। যুক্তি-তর্কের মুক্ত আলোচনা থেকে শেখার থাকে অনেক কিছু ।

যুঞ্চিক্ত'র পোষ্টটি পড়েছি। তিনি তথ্য -সূত্রের গাঁথুনী দিয়ে তার স্বাধীন মতামত প্রকাশ করেছেন। পক্ষে-বিপক্ষে সুন্দর যুক্তি -তর্ক জমে উঠেছিল । এটা আরো বহুদূর চলতে পারতো । বিশ্বাসী আর অবিশ্বাসী দু'দলই উপকৃত হতো এতে।

প্রথমেই বলেছি,কারো বিশ্বাস এতটা ঠুনকো হওয়া উচিত নয় যে এতো অল্পতেই কাঁচের মত টুকরো টাকরা হয়ে যায় ! কর্তৃপক্ষের কাছে অনুরোধ,ভবিষ্যতে এ-জাতীয় পোষ্ট ডিলিট করার আগে,দয়া করে তিনবার ভেবে দেখবেন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।