আমাদের কথা খুঁজে নিন

   

আই উইল নেভার ওয়েস্ট মাই ফুড

দ্য কাপালিক ইজ ব্যাক

এ ছবিটি সুদানের দুর্ভিক্ষে একটি অসহায় শিশুর। ১৯৯৪ সনে পুলিত্জার পুরষ্কার পায় এটি। এখানে দুর্ভিক্ষ পীড়িত শিশুটি হামাগুড়ি দিয়ে কয়েক কি:মি: দূরে জাতিসংঘের ফুড ক্যাম্পে যাবার চেষ্টা করছে। পাশের শকুনটি শিশুটির মৃত্যুর জন্য অপেক্ষা করছে। কেউ জানেনা শিশুটির ভাগ্যে কি ঘটেছিল, এমনকি ফটাগ্রাফারও না। ছবিটি তোলার পর ফটোগ্রাফার কেভিন কার্টার দ্রুত স্থানটি ত্যাগ করেন। তিন মাস পর অনুতপ্ত কার্টার আত্যহত্যা করেন। তার ডায়রীতে পাওয়া গেছে - "ডিয়ার গড, আই প্রমিজ আই উইল নেভার ওয়েস্ট মাই ফুড নো ম্যাটার হাউ ব্যাড ইট ক্যান টেস্ট এন্ড হাউ ফুল আই মে বি।" - চ.বি-র লিটল ম্যাগ থেকে সংগৃহীত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।