আমাদের কথা খুঁজে নিন

   

চরম ফালতু পোষ্ট (উৎসর্গ: হোসেইন)

একমাত্র ব্যানমুক্ত ব্লগ!

হোসেইন কে ব্লগে দেখিবা মাত্রই মনে পড়িল, "আশরাফ রহমান কে ৫ টা রাজাকারের নাম জিজ্ঞাসা করিতে হইবে।" করিলাম। কাজ হইলো, আশরাফ রহমান ব্লগ ছাড়িয়া পালাইয়াছে। হোসেইন, আপনি আসলেই "আবাল গবেষণা কেন্দ্রের" প্রধানের দায়িত্ব পালনে সক্ষম। আপনার জন্য জাঝাস্বরুপ আমার ভাগের ৩৬টা হুরপরী প্রদান করিলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।