আমাদের কথা খুঁজে নিন

   

2001: A Space Odyssey

একমাত্র ব্যানমুক্ত ব্লগ!

আপনি যদি সায়েন্স ফিকশন ছবি দেখতে পছন্দ করেন তাহলে নিশ্চয়ই 2001: A Space Odyssey ছবিটির কথা অনেক শুনেছেন? স্ট্যানলি কুবরিক পরিচালিত এ ছবিটি মুক্তি পেয়ছিল ১৯৬৮ সালে। চিত্রনাট্য রচনায় ছিলেন, পরিচালক কুবরিক নিজেই এবং স্বনামধন্য সায়েন্স ফিকশন রচয়িতা আর্থার সি ক্লার্ক। ছবিটির কাহিনী তৈরি করা হয়েছে আর্থার সি. ক্লার্কের “The Sentinel” এবং আরও কয়েকটি ছোট গল্পের সমন্বয়ে। এ ছবির বিষয়বস্তু হিসাবে বেছে নেয়া হয়েছে মানব বিবর্তন, প্রাযুক্তিক উৎকর্ষতা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মহাজাগতিক প্রাণের উৎসকে। মুক্তি পাবার পর পরই এ ছবিটি সবার মনযোগ আকর্ষন করতে সক্ষম হয়।

পজিটিভ, নেগেটিভ-দুই ধরনেরই সমালোচনা হতে থাকে ছবিটিকে ঘিরে। বর্তমান চলচ্চিত্র বোদ্ধাদের মতানুসারে এ ছবিটিকে “সর্বকালের সর্বশ্রেষ্ঠ” ছবিগুলোর একটি হিসাবে ধরা হয়। ****** ছবিটি অনলাইনে দেখতে যা করতে হবে আপনাকে: ****** অনলাইনে সরাসরি উপভোগ করতে চাইলে অতি অবশ্যই আপনার দ্রুতগতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ থাকতে হবে। প্রথমেই দেখে নিন আপনার কম্পিউটারে “DivX Web Player” ইনস্টল করা আছে কি না। যদি না থাকে তাহলে এখান থেকে ইনষ্টল করে নিন।

এবারে এখানে ক্লিক করুন এবং ছবিটি উপভোগ করুন। যদি আপনার ইন্টারনেট সংযোগ ভালো না হয়, কিন্তু দেখার ইচ্ছা অদম্য হয়, তাহলে ছবিটি ডাউনলোড করে নিতে পারেন নিচের লিংক থেকে। ডাউনলোড লিংক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।