আমাদের কথা খুঁজে নিন

   

শেখ জলিলের লেখা কেমন লাগে? (৪)

ভস্ম হই। মৃত্যুর চুমু আমার কপোল ছুঁয়ে যায়। বেঁচে উঠি আবার। নতুন দিনের আশায়। বেঁচে উঠি বারবার।



বিভিন্ন লেখকের লেখার ভিন্ন ভিন্ন মাত্রা এক্সপ্লোর করার জন্য এই সিরিজটির যাত্রা। একেকজন হয়ত একই লেখকের লেখায় ভিন্ন ভিন্ন বিষয় খুঁজে পান। অন্যান্য পাঠকরা সেটা জানলে তারাও ব্যাপারগুলো লক্ষ্য করতে পারবেন। অন্যদিকে, লেখকও সচেতন হবেন তার লেখার কোন দিক পাঠক দেখতে পাচ্ছে কোন দিক পাচ্ছে না। লেখনীকে করতে পারবে আরো ক্ষুরধার।

নিভৃতচারী সাহিত্যিক জলিল ভাই লেখেন মোটামুটি অনেক দিন। তার প্রোফাইলে স্পষ্ট করে লেখা আছে লেখালেখি চালাতে পারেননি সামাজিক দাবীর কাছে হার মেনে। তাই ব্লগকে বেছে নিয়েছেন সাহিত্য চর্চার একটি মাধ্যম হিসেবে। যতটুকু জেনেছি তাকে, কবিতা অন্ত:প্রাণ তিনি। আমার ধারনা ব্লগের মোটামুটি সবার কবিতা তার পড়া আছে।

অল্প স্বল্প গদ্য চর্চায়ও তাকে দেখা গেছে মাঝে সাঝে। জলিল ভাইয়ের লেখা কেমন লাগে আপনার? জলিল ভাই পোস্ট করেছেন অথচ তার লেখা পড়েননি এমন হয়েছ কখনও? তার কতগুলো লেখা পড়েছেন? তার কবিতাগুলো কি দুর্বোধ্য মনে হয়? জলিল ভাইয়ের কবিতা ছাড়া আর কিছু কি আপনার চোখে পড়েছে? কেমন মনে হয়েছে সেগুলোকে? তার লেখার কোন দিকটা আপনি আরো বেশী দেখতে চান? মানুষ হিসেবে কেমন মনে হয় তাকে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।