আমাদের কথা খুঁজে নিন

   

সাম্য-মানবিকতা-ইনসাফ স্বাধীনতা ঘোষণার মূলনীতি: ফরহাদ

তিনি বলেন,  “যে তিনটি নীতির উপর ভিত্তি করে আমরা মুক্তিযুদ্ধ করেছি এবং রক্ত দিয়েছি তার প্রথম নীতিটি হল সাম্য, এটা ইসলামের নীতি। আর দ্বিতীয়টি হচ্ছে মানবিকতা। ”
মঙ্গলবার চট্টগ্রামের মুসলিম হলে মানবাধিকার লঙ্ঘন, রাষ্ট্রীয় সম্পদের লুণ্ঠন, আমার দেশ পত্রিকাসহ ‘গণমাধ্যমের কণ্ঠ রোধের’ প্রতিবাদে ও মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে আয়োজিত সভায় একথা বলেন ফরহাদ মজহার।
জামায়াত-বিএনপি সমর্থক পেশাজীবিদের সংগঠন নাগরিক রক্ষা কমিটির চট্টগ্রাম শাখা এ সভার আয়োজন করে।
ফরহাদ বলেন, “যারা সাম্য ও মানবিকতা বিশ্বাস করে না ইসলাম তাদের বরদাস্ত করে না।

আমরা সাম্য, মানবিকতা ও ইনসাফের জন্য লড়ছি। ”
এক সময়ের বামপন্থী হিসেবে পরিচিত এ কবি বলেন, “আমরা ইসলাম ও সাম্যে বিশ্বাস করি। ”
ফরহাদ বলেন, “যারা সাম্যে বিশ্বাস করে না তারা নাস্তিক, যারা মানবিকতায় বিশ্বাস করে না তারা নাস্তিক, যারা ইনসাফে বিশ্বাস করে না তারা নাস্তিক। ”
তিনি আরো বলেন, “মনের বেদনার কথা চাপিয়ে রাখি। আমরা সূর্যসেন-প্রীতিলতার কথা বলি কিন্তু আমরা তিতুমীরের কথা বলি না।


গত ৩১ মার্চ কবি ও লেখক ফরহাদ মজহারকে আহ্বায়ক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশের) মহাসচিব শওকত মাহমুদকে সদস্য সচিব করে ‘নাগরিক অধিকার রক্ষা জাতীয় কমিটি’ গঠন করা হয়।
কমিটির গঠনের পর তাদের ঘোষণাপত্রে বলা হয়েছিল, ‘সাম্য, মানবিক মর্যাদা ও ইনসাফ কায়েমের লক্ষ্যে’ এই কমিটি গঠন করা হয়েছে।
সাংবাদিক ইস্কান্দার আলী চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএফইউজে একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব শওকত মাহমুদ, সাবেক সচিব এস এম সুলায়মান, চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ঢাকা জেলা বারের সাধারণ সম্পাদক খোরশেদ আলম ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মামুন আহমেদ।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।