নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .
যদি অনুভূতিহীন একটি মানুষ হতাম! কতই না লাভ হত। মাঝে মাঝেই এরকম আজীবন অনুভূতিহীন হতে ইচ্ছে করে।
কঠিন বাস্তবতার নিয়ম গুলি জীবনের এই দরজায় কড়া নাড়া দিলেও তা বোধ করার কোন শক্তি পেতাম না। অনুভূতিতে কোন বোধের উদয়ও হতনা।
কোন সুখের বোধ থাকতনা বলে কোন সুখকর সংবাদ প্রাপ্তিতেও উচ্ছসিত হতামনা।
ভালবাসায় অনুভূতি দরকার, যেহেতু অনুভূতি থাকবেনা, ভালবাসাহীন জীবনই পার করে দিতাম।
দু:খ কখনও আমাকে স্পর্শ করবেনা, আমাকে ছোবেনা, আমাকে শুধু দুর থেকে দেখবে ভাববে শুধুই অনুভূতিহীন আমি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।