মনে হলো এখানেই লিখে যাই , লিখে যাই অবান্তর কথা গুলো নিরন্তর ভাবে যা জমে আছে নিরাবতায় । আমি নিস্তব্ধ কিন্তু নিস্তরঙ্গ নই ; মনের মাঝে আয়ানিত হই , তরঙ্গিত হই । উথাল-পাতাল হই কিন্তু নিস্তবদ্ধতায়........
যে যায় সে দীর্ঘ যায় ; কতটা দীর্ঘ ???
একজীবনের দৈর্ঘ্যে কি মাপা যায় সব স্মৃতি..
এক হৃদয়ে তাই মানুষ সুখী হয় কতখানি???
আমার জানা হয়না ...মানুষ হিসেবে আরেকজন মানুষের কাছে আমার অপরাধ সমূহ ।
তাই মনে হলো আমি লিখে যাই , লিখে যাই নিরবতার সূর সৃষ্টিহীন উল্লাসের ঝংকার ।
লিখি , লিখব , এমন্নি এমন্নি।
মন ভালো থাকলে মন খারাপ করা লেখা
আর খারপ থাকলে ......
আমি সবসময় ভালো থাকি
সবসময় ;
কি হবে মন খারাপ করে , কি হবে এত গাঢ় অন্ধকারের সাথে সাথী হয়ে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।