আমাদের কথা খুঁজে নিন

   

শেষ পর্যন্ত লিখতে পারছি খানিকটা

আ মা র আ মি

অনেক কষ্ট কইরা লিখতেছি। শেষ পর্যন্ত তো আর ভার্চু্য়াল কিবোর্ড পাওয়া গেলনা। এখন তবুও সামনে কাগজে ফোনেটিক বর্ণ ম্যাপ রাইখা লেখতেছি। যাইহোক, যা বলছিলাম। যেহেতু লিখতে পারছিলাম না, এ কদিন এদিকে আসা হয়েছেও কম।

আজ এসে মনে হচ্ছে কিছু নতুন মোড়কে পুরান মালের আধিপত্য চলছে ব্লগে। বিশাল প্রতাপে তারা ব্লগাইয়া যাইতাছেন। চলুক। আবার সেই পুরান কথা, দেখা হবে... কথা হবে, আবার, এখানেই। তবে হয়তো একটু ধীরে।

(এভাবে তাড়াতাড়ি লিখতে পারি না তো। )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।