আমাদের কথা খুঁজে নিন

   

১১ই September এর গাণীতিক বিশ্লেষণ!!!



৯/১১ সময়টাকে পৃথিবীর মানুষ যুক্তরাষ্ট্রের জন্য এক করুন পরিণতির চিহ্ন হিসাবে যাচাই করে থাকেন। কিন্তূ এই ঘটনার গাণীতিক বিশ্লেষণ করলে দেখা যায়, যুক্তি পূর্ণ ও চমকে উঠার মতো বেশ কিছু তথ্য। তাই ১১ সংখ্যাটি অনেক গাণীতিক জাদু দেখিয়ে যায়। যেমন, ইংরেজিতে নিউইয়র্ক সিটি শব্দটি লিখতে মোট ১১টি অক্ষর প্রয়োজন হয় (Newyork city)। ইংরেজিতে আফগানিস্তান শব্দটি লিখলেও ১১টি অক্ষর প্রয়োজন হয় (Afghanistan) ।

রামসিন ইউসেব নামের ভয়ঙ্কর সন্ত্রাসী; সে ১৯৯৩ সালে সর্বপ্রথম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধংসের হুমকি দেয়। তার নাম ইংরেজিতে লিখতেও ১১টি অক্ষর প্রয়োজন (Ramcin eoseb) । নিউইয়র্ক সিটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রদেশ ক্রমে তালিকার ১১ তম প্রদেশের অন্তর্ভউক্ত প্রদেশ। টুইন টাওয়ারের উত্তর বিল্ডিংয়ে যে বিমানটি প্রথম আঘাত করে সেটির ফ্লাইট নম্ভর ছিল ১১। এ বিমানে যাত্রিসংখ্য ছিল ৯২ জন (৯+২=১১)।

দক্ষিন টাওয়ারে আঘাত করা দ্বীতীয় বিমানটির যাত্রীসংখ্যা ছিল ৬৫ জন (৬+৫=১১)। যে সন্ত্রাসী হামলাটি হয়েছিল সেটি হয়েছিল সেপ্টেম্বর মাসের ১১ তারিখ। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের জরুরী কলের নম্ভরও ৯১১। কাকতালীয় ভাবে সংখ্যাগুলোর যোগ করলেও যোগফল হয় ১১ (৯+১+১=১১)। ঐ হামলার ব্যবহৃত বিমান গুলোর মোট যাত্রী সংখ্যা ছিল ২৪৫ জন।

সংখ্যা গুলোর যোগফলও হয় ১১ (২+৪+৫=১১)। পঞ্জিকা অনুযায়ী ৩৬৫ দিনে ১ বছর, সেই হিসাবে ১১ই সেপ্টেম্ভর হচ্ছে ২৫৪ তম দিবস। সংখ্যাগুলা একত্রে যোগ করলেও যোগফল ১১ হয় (২+৫+৪=১১)। পরবর্তিতে স্পেনের রাজধানী মাদ্রিদে ধারাবাহিক ভাবে যে হামলা চালানো হয়ে ছিলো তার তারিখ ছিল ০৩/১১/২০০৪। সংখ্যাগুলোর যোগফলও ১১ (৩+১+১+২+০+০+৪=১১)।

ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের আন্ডারগ্রাউন্ডেও একবার গাড়ি পার্কিং এরিয়ায় শক্তিশালী বোমা হামলায়ও ট্রেড সেন্টারের ব্যাপক ক্ষতি সাধন হয়, ঐ হামলার ঠিক ৯১১ (৯+১+১=১১) দিন পর দ্বিতীয় হামলায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ার পুরোপুরি ধংসপ্রাপ্ত হয়। কাকতালীয় ভাবে হোক বা অন্য ভাবে হোক ১১ সংখ্যাটি মিলে যাচ্ছে। বছর ঘুরে আসে ৯/১১। সবাইকে মনে করিয়ে দেয় ইতিহাসের সেই ভয়ানক স্মৃতী। পৃথিবীর মানুষের এ দিনটি ৯/১১ নামে পরিচিত।

যার যোগ ফল ১১। -------- by Minhaz Uddin.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।