কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com
প্রারম্ভের হাবীলকে, তার পরবর্তী ইব্রাহীম
সে ধারা বেয়ে অনেকের সাথে ঈসাকে,
বহু শতাব্দী আগে আরবীয় এক রাতে
শাণিত অস্ত্র তৃষিত হলো পেতে মুহাম্মাদকে।
আমার অপরাধ? এছাড়া আর কি হেঃ
সম্মানিত প্রশংসিতের প্রতি এনেছিস্ দৃঢ় বিশ্বাস,
আমি সুশান্ত চিত্তকে বিনোদিত করলাম
পেতে সাফল্যের নৈকট্য আশ্বাস!
ওরা আমায় আকাশের দিকে তুলে দিতে চায়
আমি বলিঃ আমার আত্মার ঠিকানা সেথায়,
ওরা বলেঃ তোকে মাটি চাপা দিতে চাই
আমি বলিঃ সে আমার শরীরের শেষ ঠাঁই।
কত দূর নিয়ে যাবি রে হন্তারক
ঐ দেখ্ তোর সাধনার শেষ পানে,
সাদরীয় হাসি নিয়ে দাঁড়িয়ে আছেন প্রিয়
তোর সাধনাই পৌঁছুবে মোরে সাফল্য-সোপানে।
১৪.০৫.২০০৭
মদীনা মুনওয়ারা, সৌদি আরব।
ছবির জন্য কৃতজ্ঞ যেখানে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।