আমাদের কথা খুঁজে নিন

   

১৫ মে, ২০০৭ : রাত একটা সতেরো -[ সৃষ্টিকর্তা আছে/নাই টাইপ আলাপচারিতায় (অপ্রয়োজনীয়) সময় ক্ষেপন ]-

© ২০০৬ - ২০১১ ত্রিভুজ

সিলেটে গিয়েছিলাম। ভাবলাম সিলেট থেকে ফিরে সিলেট নিয়ে আমার চতুর্থ পোষ্টটা দিয়ে ফেলবো.... কিন্তু পুরানো পোষ্ট ঘেটে বেশ ইন্টারেষ্টিং সব লেখা পেলাম.... সেখান থেকে বেশ কয়েকটা পড়েও ফেললাম। এসবের ভেতরে ধর্ম নিয়ে সমালোচনা মূলক লেখাই বেশি। প্রথম প্রথম এসব নিয়ে অনেক তর্ক করেছি এখানে। এখন আর এই টপিকটায় সবার সাথে আলোচনা করতে ইচ্ছে করে না। কারন এখানে গত একবছরে আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, ধর্ম সম্পর্কে জ্ঞান প্রায় শূণ্যের কাছাকাছি মানুষগুলোই ধর্মের সমালোচনা বেশী করে এবং অর্থহীন প্রলাপ বকে...। এদের সাথে ধর্ম নিয়ে তর্ক করা মানে নিজের মূলবান সময় নষ্ট করা। যাই হোক.... অনেক মেইল জমে গিয়েছে... আরো কিছু কাজ আছে... সব সেরে একটা পোষ্ট দিয়েও দিতে পারি..... তা সবাই কেমন আছেন? আমি বেশ ভাল আছি...! --- তর্ক এড়ানোর জন্য এই পোষ্ট দিলেও ওসব তর্কে জড়াতে বাধ্য হয়েছিলাম.. সুতরাং পোষ্টের মূল শিরোনামের সাথে '-[ সৃষ্টিকর্তা আছে/নাই টাইপ আলাপচারিতায় (অপ্রয়োজনীয়) সময় ক্ষেপন ]-' অংশটুকু জুড়ে দিলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।